
দেশে থেকে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার একাধিক ব্যক্তি। ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারির পর থেকে সামনে আসে একের পর এক নাম। ইতিমধ্যেই এই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার এই ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজস্থান (Rajasthan) পুলিশ। ধৃত ব্যক্তি রাজ্য সরকারের কর্মী। সূত্রের খবর, কয়েকমাস আগেই সে নিজের দফতরকে না জানিয়ে পাকিস্তান ঘুরতে গিয়েছিলেন।
রাজস্থান থেকে গ্রেফতার এক ব্যক্তি
এমনকী তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময় উদ্ধার হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ নথি। বুধবার তাঁকে গ্রেফতার করে জেরা শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, রাজ্য সরকারের ওই কর্মচারী জয়সলমীরের একটি অফিসে কর্মরত ছিলেন। এমনকী তাঁর সঙ্গে নাকি ভারতীয় সেনা অফিসার ও জওয়ান, রাজনৈতিক নেতাদের সঙ্গেও যোগাযোগ ছিল। এর আগে রাজস্থান থেকে গ্রেফতার হয়েছিলেন আরও এক ব্যক্তি।
গ্রেফতার জ্যোতি মালহোত্রা
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশদ্রোহিতার অভিযোগে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট সহ একাধিক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। যার মধ্যে জ্যোতি মালহোত্রার নাম অন্যতম। যদিও সম্প্রতি সে দাবি করেছে, সে নাকি নির্দোষ এবং তাঁকে ইচ্ছাকৃত ফাঁসানো হয়েছে।