সামনেই আসন্ন নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজস্থানে এসে পুনরায় কংগ্রেস সরকার গঠনের জন্য আওয়াজ তুললেন মল্লিকার্জুন খাড়গে। রাজস্থানের বারানে একটি জনসভায় এসে মনরেগার প্রসঙ্গও তোলেন তিনি।
জনসভায় তিনি জানান, "সমস্ত কাজ যা কংগ্রেসের সরকার করেছে যেমন এমজিএনআরজিএ, তা গরীব মানুষের উন্নতির জন্যই।এমজিএনআরজিএর কাজ এই রাজ্যে ব্যাপক হারে হয়েছে।এই প্রকল্পের টাকা যা খরচ করা হয়েছে , আমরা তা সহজে পাইনি।বিজেপি গরীবদের নিয়ে অনেক কথাই বলে কিন্তু টাকা দেয় না। কার সরকার আপনি চান?"যারা শুধু কাজ করে না যারা শুধু মিথ্যে কথা বলে?।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মিজোরামে রয়েছেন রাহুল গান্ধী, ঠিক তেমনি ছত্তিশগড়ে রয়েছে অমিত শাহ। দুপক্ষ থেকেই একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছত্তিশগড় থেকে অমিত শাহ গান্ধী পরিবারকে কটাক্ষ করেছেন। কংগ্রেস যে প্রতিশ্রুতি পালনের কথা বলেছিল ছত্তিশগড়ে তার সুবিধা সাধারণ মানুষ না পেলেও গান্ধী পরিবার পেয়েছে বলে একটি বক্তৃতা মঞ্চ থেকে জানান তিনি। অপরদিকে মিজোরাম থেকে বিজেপি সরকারের ওপর আক্রমন শানিয়ে রাহুল গান্ধী মণিপুর নিয়ে কটাক্ষ করেন প্রধানমন্ত্রীকে।
তিনি জানান মণিপুরে এত হিংসার ঘটনা ঘটার সত্বেও প্রধানমন্ত্রী কখনও এখানে আসার প্রয়োজন অনুভব করেননি। এছাড়া বর্তমানে যে ভাবে জিএসটি নেওয়া হচ্ছে তার সমালোচনাও করেন রাহুল গান্ধী। বিজেপি সরকারের চাপানো জিএসটি মধ্যম ও ছোট ব্যবসায়ীদের ধ্বংস করে দিচ্ছে বলে মিজোরামে জানান তিনি। সব মিলিয়ে ভোট যতই এগিয়ে আসছে, দুপক্ষের মধ্যেই যে তপ্ত বাদানুবাদ ততই যে বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই।
#WATCH | Baran Rajasthan: Congress President Mallikarjun Kharge says, "All the work done by Congress party, like MGNREGA, is for the benefit of the poor. The MGNREGA project is happening on a very large scale here. The money for MGNREGA that is spent - we don't get it quickly.… pic.twitter.com/x84hwWfi2O
— ANI (@ANI) October 16, 2023