Rajasthan CM Ashok Gehlot (Photo Credits: Facebook)

মণিপুরের হিংসা নিয়ে এবার মুখ খুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি জানান, "যদি প্রধানমন্ত্রী মোদী মণিপুর যেতে না চান তাহলে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ডাকা হোক, এই প্রথমবার আমি দেখলাম ভোটের জন্য প্রধানমন্ত্রী কর্ণাটক যাচ্ছেন, রাজস্থান যাচ্ছেন এবং আরও অন্যান্য জায়গা যাচ্ছেন কিন্তু মণিপুর যাচ্ছেন না। ,  মণিপুরে তাঁরই সরকার।কল্পনা করুন কংগ্রেস যদি সেখানে ক্ষমতায় থাকত তাহলে তিনি কি বলতেন"।

মণিপুরের হিংসা প্রথমে কিছুটা থামলেও পরে তা আবার বেড়ে যায়। বিভিন্ন স্থান থেকে অত্যাচারের খবর আসতে থাকে।তবে সাম্প্রতিক মহিলাদের নগ্ন করে ঘোরানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।যার জেরে নড়েচড়ে বসে কেন্দ্র। এই বিষয় নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।দোষীদের কড় শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয় মণিপুর সরকারকে। সেই অনুযাযী বৃহস্পতিবার ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এবং শুক্রবার তাদের ১১ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।

মণিপুরে হিংসা যাতে না বাড়ে সেজন্য কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। মণিপুরের কাঙ্কপোকপিতে মহিলাকে বিবস্ত্র করে হাঠানোর ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঝড় ওঠে সংসদেও।