জয়পুর, ২১ সেপ্টেম্বর: গুজরাট, মহারাষ্ট্রের পর এবার রাজস্থান (Rajasthan)। পরপর ৩ রাজ্য লাম্পি স্কিনে (Lumpy Skin) আক্রান্ত বহু গরু। রাজস্থানে খন গরুর মধ্যে লাম্পি স্কিনে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে, সেই সময় বিজেপি বিধায়ক যা করলেন, তা দেখে অবাক অনেকেই। গরু নিয়ে রাজস্থানের বিধানসভায় চলে আসেন বিজেপি বিধায়ক। রাজস্থান সরকার যাতে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন অসুখ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে, সে বিষয়ে দৃষ্টি ঘোরাতেই বিজেপি (BJP) বিধায়ক সুরেশ সিং গরু নিয়ে বিধানসভায় হাজির হন।
বিজেপি বিধায়ক যখন গরু নিয়ে রাজস্থান বিধানসভার সামনে হাজির হন, তা দেখে ক্যামেরার ফ্ল্যাশ পড়তে শুরু করে। সুরেশ সিং সংবাদ মাধ্যমের সঙ্গ কথা বলা শুরু করলে, গরু এক ছুটে সেখান থেকে পালিয়ে যায়। গরু পাকড়াও করতে তার পিছনে ছুটতে শুরু করেন আরও ২ জন। দেখুন সেই ভিডিয়ো...
What happened when Bjp mla from Pushkar reached Rajasthan assembly with a cow pic.twitter.com/I7UHaxjqQ6
— Surbhi (@SurrbhiM) September 20, 2022
লাম্পি স্কিন অসুখ সারাতে রাজস্থান সরকার উপযুক্ত পদক্ষেপ করছে না। ফলে 'গো-মাতা' রেগে যাচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক সুরেশ সিং রাওয়াত।