গতকাল, শনিবার রাজস্থানে এক দফায় ১৯৯ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সোনার কেল্লার দেশে ভোটগ্রহণ শান্তিতেই হয়। নির্বাচন কমিশন জানাল, মরু রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৭৪.৯৬ শতাংশ। রাজস্থানের মধ্যে সবচেয়ে বেশী ভোট পড়েছে পোখরানে। যে পোখরানকে গোটা দুনিয়া চেনে ভারতের পরমাণু বোম পরীক্ষার জায়গা হিসেবে। পোখরানে ভোট পড়ল ৮৭.৭৯ শতাংশ। গতবারের চেয়ে এবার রাজস্থানে ভোট বেশী পড়েছে।
আগামী ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলাঙ্গানা, মিজোরামের সঙ্গে রাজস্থানেও ভোটের ফলপ্রকাশ হবে। সমীক্ষা বলছে, রাজস্থানে অশোক গেহলটের কংগ্রেস সরকারকে সরিয়ে বেশ ভাল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আসবে বিজেপি। রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলের রীতি আছে। সেই হিসেবে কংগ্রেস শুরু থেকেই চাপে ছিল।
দেখুন এক্স
Rajasthan Assembly Elections 2023: Over 74% Turnout for 199 Seats, Highest 87.79% Voting Recorded in Pokaran, Says Election Commission#RajasthanElections2023 #RajasthanElection #Pokaran https://t.co/qRKcdWMRnj
— LatestLY (@latestly) November 26, 2023
তবে নরেন্দ্র মোদী, অমিত শাহ-দের হাইপ্রোফাইল প্রচারের মাঝে লড়েছেন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অশোক গেহলট, সচিন পাইলটরা। এবার জনতার রায় জানা যাবে ৩ ডিসেম্বর।