দিল্লি, ২২ অগাস্ট: প্রবল বৃষ্টির জেরে উত্তরাখণ্ড (Uttarakhand) এবং হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিপর্যয় যেন কাটছে না। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারি বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে এক নাগাড়ে ভারি বৃষ্টি হবে বলে সতর্ক করা হয় মৌসম ভবনের তরফে। এসবের পাশাপাশি চম্বা, মান্ডিতে হঠাৎ বন্যাও দেখা দিতে পারে বলে আশঙ্কা। চম্বা এবং মান্ডিতে ২৬ অগাস্ট পর্যন্ত ভারি বর্ষণ চলবে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। ভারি বৃষ্টির জেরে ধসের কারণে যেমন বাড়িঘর ভেঙে পড়ছে, তেমনি ক্ষতি হচ্ছে ফসলেরও। প্রাণহানিরও খবর মিলছে পরপর।
সোমবার তেহরি জেলার চম্বায় অতি বর্ষণের জেরে ধস নামে। যার জেরে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যার মধ্যে এক শিশুও রয়েছে বলে খবর। উত্তরাখণ্ডের চম্বায় ধস নামলে, যে ৪ জনের মৃত্যু হয়, তাঁদের উদ্ধার করা হয়েছে। সোমবার রাতেই ধ্বংসস্তূপ থেকে ওই ৪ জনের দেহ বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী উদ্ধার করে বলে খবর।
অতি বর্ষণের জেরে আগামী ২ দিন তেহরি জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বৃষ্টি না কমা পর্যন্ত কোনও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বলে স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে।