নয়াদিল্লি: দেওয়ালি শেষ হওয়ার পাশাপাশি ছট পুজো থাকায় বর্তমানে প্রচণ্ড ভিড় হচ্ছে নয়াদিল্লি স্টেশনে। পরিস্থিতি দেখে বেশ কিছু অতিরিক্ত ট্রেনও ছাড়া হচ্ছে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি স্টেশনে (New Delhi Railway Station) গিয়ে ট্রেনের স্লিপার কামরায় উঠে পরিস্থিতি খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Railways Minister Ashwini Vaishnaw)। পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলতে ও খোঁজখবর নিতে দেখা যাক তাঁকে। কামরার একটি আসনে বসে উৎসবের মরসুমে এএনআইয়ের সাংবাদিককে সাক্ষাৎকার দিতেও দেখা যায় রেলমন্ত্রীকে।
#WATCH | Union Railways Minister Ashwini Vaishnaw takes stock of New Delhi Railway Station and interacts with passengers here. pic.twitter.com/9EwSRIhjNy
— ANI (@ANI) November 16, 2023
সাধারণ যাত্রীদের মাঝে বসেই তিনি বলেন, "উৎসব (festivals) উপলক্ষে বিশেষ আয়োজন (Special arrangements) করা হয়েছে। সব পরিকল্পনা মাস খানেক আগে করা হয়েছিল। পুলিশ মোতায়েন (Police deployment), চিকিৎসক মোতায়েন (doctors deployment) যথাযথভাবে করা হয়েছে। আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা রেল কর্তৃপক্ষের ব্যবস্থায় সন্তুষ্ট। গত বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ট্রেনের (train) ব্যবস্থা করা হয়েছে।"
#WATCH | Delhi: Union Minister Ashwini Vaishnaw says, "Special arrangements have been made for the festivals. All the planning was done months back. Police deployment, doctors deployment have been done properly. I have interacted with the passengers, and they are satisfied with… pic.twitter.com/FoENVtSG1Q
— ANI (@ANI) November 16, 2023
সম্প্রতি উত্তরপ্রদেশে (UP) ও বিহারে (Bihar) কয়েকটি ট্রেনের কামরায় আগুন (fire) লাগার ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "কিছু যাত্রীর কাছ থেকে আতসবাজি (Crackers) পাওয়া গেছে। আমি যাত্রীদের এমন কিছু না করার জন্য অনুরোধ করছি যা ক্ষতি করতে পারে বা সমস্যা তৈরি করতে পারে।" আরও পড়ুন: National Press Day celebrations 2023: জাতীয় সাংবাদিকতা দিবসে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর! দেখুন ভিডিয়ো
Delhi | On fire incidents in several trains going to Bihar and UP, Union Minister Ashwini Vaishnaw says, "Crackers were found from the possession of some of the passengers... I request the passengers not to do things which can cause harm or create problems..." pic.twitter.com/7MNKhaIkr4
— ANI (@ANI) November 16, 2023