নয়াদিল্লি: জাতীয় সাংবাদিকতা দিবস (National Press Day celebrations 2023) উপলক্ষে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কোনওদিন একজন অভিজ্ঞ সাংবাদিক ও সম্পাদকের জায়গা নিতে পারবে না বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister for I&B Anurag Thakur)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আজকের সময়ে সংবাদের ভূমিকা উল্লেখ করা প্রাসঙ্গিক। নিউজরুমে বসে থাকা একজন অভিজ্ঞ সংবাদ ও কনটেন্ট এডিটারের (editor) জায়গা পুরোপুরি কোনওদিন নিতে পারবে না কৃত্রিম বুদ্ধিমত্তা। সংবাদ সম্পর্কে অনেক বছরের অভিজ্ঞতা, বিষয়বস্তু বোঝার ক্ষমতা ও তত্ত্বাবধানের সূক্ষ্মতা যা একজন সম্পাদকের আছে তা সবসময় কৃত্রিম বুদ্ধিমত্তার থেকে এক ধাপ এগিয়ে থাকবে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Union Minister for I&B Anurag Thakur attends National Press Day celebrations 2023; says, "It is pertinent to point out the role of news and news and content editor in a newsroom can never be fully replaced by the Artificial Intelligence. The nuances of years of… pic.twitter.com/J2e83czg4v
— ANI (@ANI) November 16, 2023
সাংবাদিকদের প্রতি নিজের ভরসার কথা উল্লেখ করে অনুরাগ ঠাকুর আরও বলেন, "আমি শুধুমাত্র ভারতকে (India) বদলে দেওয়ার গল্পই নয়, বিভিন্ন অঞ্চল ও সেক্টরের লক্ষ লক্ষ কণ্ঠের আশা-আকাঙ্খা তুলে ধরার ক্ষেত্রে সংবাদমাধ্যমের (media) ক্রমবর্ধমান গঠনমূলক ভূমিকা পালন করার জন্য অপেক্ষা করছি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Union Minister for I&B Anurag Thakur attends National Press Day celebrations 2023; says, "I look forward to the media playing an increasingly constructive role in not only highlighting the story of transforming India but also the hopes aspirations of billion voices from… pic.twitter.com/DhPvNu9jIB
— ANI (@ANI) November 16, 2023