নতুন দিল্লি, ১ জুন: ভারত ও বাংলাদেশের মধ্যে তৃতীয় যাত্রীবাহী ট্রেনের (Indo-Bangladesh Passenger Train Services) সূচনা হল আজ। আজ থেকে চালু হল নতুন ট্রেন নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস (New Jalpaiguri-Dhaka Mitali Express)। ভিডিও কনফারেন্সের মাধ্যকে এই ট্রেনের সূচনা করেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এবং বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন ( Mohammad Nurul Islam Sujon)।
নতুন ট্রেনের সূচনা করে রেলমন্ত্রী বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আমাদের ভাগ করা ঐতিহ্য, আমাদের ভাগ করা বর্তমান এবং আমাদের ভাগ করা ভবিষ্যতের উপর ভিত্তি করে। আমাদের উভয় দেশের মধ্যে যে উন্নয়ন হয়েছে তা আজ সব স্তরে দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্বের দ্বারা ত্বরান্বিত হয়েছে।"
দেখুন ছবি:
Delhi | Railways Minister Ashwini Vaishnaw and Bangladesh's Railway Minister Mohammad Nurul Islam Sujon flagged off "Mitali Express" between New Jalpaiguri (India) and Dhaka (Bangladesh) via video conferencing. pic.twitter.com/2sABqHMGsc
— ANI (@ANI) June 1, 2022
তিনি আরও বলেন, মিতালি এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব বাড়াতে, এই বন্ধনকে আরও শক্তিশালী করতে, এই সম্পর্ককে উন্নত করতে আরও একটি মাইলফলক হবে।