ট্রেনের মহিলা কামড়ায় সুরক্ষা দেওয়ার লেডিস কোচের দায়িত্বে থাকেন রেল পুলিশের কর্মী। প্রতিদিনের মতো সেদিনও মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে (Mumbai Local Train) দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত জিআরপি এসএফ গুপ্তা। সেই সময় এক তরুণী রিল বানানোর জন্য পুলিশ কর্মীর সামনে গেন্দা ফুল গানে নাচছিলেন। আর তাঁর নাচ দেখে লোভ সামলাতে পারেননি ওই কর্মী। তিনিও গানের তালে তরুণীর সঙ্গে দোলালেন কোমর। আর সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই যত কাণ্ড। একদিকে ভিডিয়ো রীতিমতো আগুনের মতো ছড়িয়ে পড়ে। আর তা পৌঁছেও যায় গুপ্তার উর্ধ্বতন কর্তৃৃপক্ষের কাছে।

সাসপেন্ড পুলিশ কর্মী

ব্যস, এই ভিডিয়ো দেখে ক্ষুব্ধ জিআরপি আধিকারিকরা। এসএফ গুপ্তাকে সাসপেন্ড করে দেন অধিকারিকরা। আর এই নিয়ে সোশাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। কারণ সেই পুলিশ কর্মী যদি কর্তব্যের গাফিলতি করেন তাঁর জন্য ব্যবস্থা নেবেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। কিন্তু অন ডিউটি পুলিশ অফিসার যদি রিল বানানোর জন্য নাচতে শুরু করে তাহলে তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে? আপাতত এই প্রশ্ন জবাব চাইছেন সোশাল মিডিয়ার একদল মানুষ।

দেখুন ভাইরাল ভিডিয়ো

মুখে কুলুপ এঁটেছেন পুলিশকর্মী

তবে কাজ থেকে সাসপেন্ড হওয়া নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ওই পুলিশ কর্মী। এমনকী যার জন্য এই কাণ্ড সেই তরুণীও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। যদিও অন্যদিকে এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়ে পড়েছে।