নতুন দিল্লি, ৫ মার্চ: সোমবার, ৭ মার্চ শেষ হচ্ছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। জনতার রায় যাতে কোনওমতেই বিরুদ্ধে না যায়, তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা বাড়লেও, দেশে তেলের দাম বাড়াতে দেয়নি কেন্দ্রীয় সরকার। তবে জোর জল্পনা ৭ মার্চের পরেই জ্বালানী তেলের দাম বাড়াতে চলেছে কেন্দ্র। ইভিএমে জনরোষে ভয় কমলেই তেলের দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার, এই নিয়ে চাপ বাডা়চ্ছে বিরোধীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দফায় দফায় দাম বাড়িয়ে দেশে পেট্রোলের দাম সেঞ্চুরি পাড় করেছে।
যা নিয়ে কটাক্ষ করে টুইট করে কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) টুইট করলেন, 'তাড়াতাড়ি পেট্রোলের ট্যাঙ্ক ভরিয়ে নিন, মোদী সরকারের ভোটের অফার শেষ হতে চলেছে।' সঙ্গে একটা গ্রাফিক্সের মাধ্যমে পেট্রোল পাম্পের ছবিতে লেখা, হাইক বা দাম বাড়ল।
দেখুন রাহুল গান্ধীর টুইট
फटाफट Petrol टैंक फुल करवा लीजिए।
मोदी सरकार का ‘चुनावी’ offer ख़त्म होने जा रहा है। pic.twitter.com/Y8oiFvCJTU
— Rahul Gandhi (@RahulGandhi) March 5, 2022
প্রসঙ্গত, অপরিশোধিত তেলের দাম গত ৯ বছরে সর্বোচ্চ স্তরে রয়েছে। রাশিয়ার ইউক্রেনে হামলার পর তেলের দাম আরও বাড়ছে। তবে এটাও ঠিক এর আগে যখন দেশে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছিল, তখন কিন্তু কে ন্দ্র সরকার ক্রমাগত দাম বাড়িয়ে চলছিল।