দিল্লি, ১ জুলাই: রাহুল গান্ধীর (Rahul Gandhi) 'হিন্দু' (Hindu) মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠতে শুরু করে সোমবারের লোকসভার অধিবেশন। রাহুল গান্ধী হিন্দুদের বিষয়ে যে মন্তব্য করেছেন, তার জন্য তাঁকে 'ক্ষমা' চাইতে হবে বলে পালটা দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বলেন, লোকসভার বিরোধী দলনেতা দাবি করেছেন, যাঁরা নিজেদের হিন্দু বলে মনে করেন, তাঁরা হিংসা ছড়ান। লোকসভার বিরোধী দলনেতা জানেন না, কয়েক কোটি মানুষ নিজেদের গর্বিত হিন্দু বলে মনে করেন। কোনও ধর্মের সঙ্গে হিংসাকে জড়ানো একেবারেই সমীচিন নয়। তাই রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যে পালটা মুখ খুললেন মোদী, শাহ, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির
প্রসঙ্গত লোকসভায় শিবের ছবি দেখান রাহুল গান্ধী। এরপর রায়বেরিলির কংগ্রেস সাংসদ বলেন, অভয়মুদ্রা কংগ্রেসের প্রতীক। অভয়মুদ্রা নির্ভীকতারও প্রতীক। আশ্বাস ও নিরাপত্তার অঙ্গভঙ্গি। যা ভয়কে দূর করে। সেই সঙ্গে এই অভয় মুদ্রা হিন্দু, ইসলাম, শিখ , বৌদ্ধ এবং অন্য ভারতীয় ধর্মে ঐশ্বরিক সুরক্ষা ও আনন্দ প্রদান করে। আমাদের সকল মহান ব্যক্তিরা অহিংসা এবং ভয়ের সমাপ্তির কথা বলেছেন। তবে যাঁরা নিজেদের হিন্দু বলেন, তাঁরা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন। আপনারা হিন্দু নন। রাহুল গান্ধীর ওই মন্তব্যের পর থেকেই লোকসভা কার্যত উত্তাল হয়ে উঠতে শুরু করে।