লাদাখের প্যাংগং লেকে রাজীব গান্ধীর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শুধু শ্রদ্ধা জানানোয় নয় এর পাশাপাশি লাদাখের মানুষের সুবিধা অসুবিধার কথাও শুনলেন রাহুল গান্ধী।
সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানান, "লাদাখের মানুষের কাছে অনেক অভিযোগ রয়েছে। তাঁদেরকে যে মর্যদা দেওয়া হয়েছে তাতে তাঁরা খুশি নয়। তাঁরা প্রতিনিধিত্ব চাই। এখানে রোজগারের সমস্যা রয়েছে।মানুষ জানাচ্ছে যে রাজ্য আমলাতন্ত্রের মাধ্যমে নয় বরং মানুষের আওয়াজের মাধ্যমে পরিচালিত হোক"।
শনিবার লাদাখের প্যাংগং লেকের উদ্দেশ্যে রাওনা দেওয়ার ছবি প্রকাশ্যে আসে যেখানে বাইক চালাতে দেখা যায় রাহুল গান্ধীকে। বাবার অন্যতম প্রিয় জায়গা হওয়ায় এই জায়গাটিকেই শ্রদ্ধা নিবেদনের জন্য বেছে নিয়েছিলেন তিনি।
#WATCH | "There were so many complaints from the people of Ladakh, they are not happy with the status that has been given to them, they want representation and there is a problem of unemployment...people are saying that the state should not be run by bureaucracy but state must be… pic.twitter.com/bymmXRci1H
— ANI (@ANI) August 20, 2023