রাহুল গান্ধীর নিরাপত্তা ইস্যু নিয়ে এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি (RajivPratapRudy)। কিছুদিন আগেই ভারত ন্যায় জোড়ো যাত্রা অসম দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়। যে কারণে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন এবং রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে অআরও শক্ত করার জন্য অবাদন করেন।
সেই অভিযোগের ভিত্তিতে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডি জানান,"আমি মনে করি রাহুল গান্ধীর (RahulGandhi) যথেষ্ট নিরাপত্তা রয়েছে। তাঁর জেড প্লাস নিরাপত্তা রয়েচে। আমি মনে করি দলের কোন সদস্যের জন্য নিরাপত্তা চাওয়া খারাপ কিছু নয়, কিন্তু কিন্তু এটিকে ইসযু করে রাজনৈতিক বিষয বানানো উচিত নয়। গুয়াহাটিতে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও দেখা যায়।
VIDEO | "I believe Rahul Gandhi already has enough security, he already has Z plus security. I think there's no harm in asking for security for one's party members, but to frame it in this way is merely an attempt to politicise the issue," says BJP leader @RajivPratapRudy on… pic.twitter.com/2WuKvigQnl
— Press Trust of India (@PTI_News) January 24, 2024