Hathras Case: আজ বিকেলে আবারও উত্তরপ্রদেশের হাথরাস যাবেন রাহুল গান্ধি
রাহুল গান্ধি। ফাইল ছবি। (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ অক্টোবর: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) আজ বিকেলে আবারও উত্তরপ্রদেশের হাথরাস (Hathras) যাবেন। তিনি নির্যাতিতা র পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। তবে সূত্রের খবর, রাহুলকে আবারও দিল্লি-ইউপি সীমান্তে আটকানো হবে। কংগ্রেসের তরফ জানানো হয়েছে, রাহুলের সঙ্গে থাকবেন দলের আরও কয়েকজন সাংসদ। যেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi)।

রাহুল নিজেও এই বিষয়ে টুইট করেছেন। তিনি লেখেন, "পৃথিবীর কোনও কিছুই আমাকে হাথরাসের এই অসুখী পরিবারটির সঙ্গে দেখা করতে এবং তাদের বেদনা জানতে বাধা দিতে পারবে না।" তার আগের টুইটে তিনি লেখেন, "ওই সুন্দর মেয়েটি এবং তার পরিবারের সঙ্গে ইউপি সরকার এবং পুলিশ যে আচরণ করা হচ্ছে তা আমি মানি না। কোনও ভারতীয়র এটি মেনে নেওয়া উচিত নয়।" আরও পড়ুন: Hathras Incident: 'কেড়ে নিয়েছে মোবাইল, কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না', হাথরস কাণ্ডে দাবি নির্যাতিতার পরিবারের

বৃহস্পতিবারও রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ওই গ্রামে ঢোকার চেষ্টা করেছিলেন৷ কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ তাঁদের নয়ডায় গ্রেপ্তার করে ও এসকর্ট করে দিল্লি পাঠিয়ে দেয়৷ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে যান রাহুল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিবৃতিতে জানিয়েছেন, মহিলাদের সুরক্ষার বিষয়ে উত্তরপ্রদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ৷ অভিযুক্তদের কড়া শাস্তি হবে৷ ইতিমধ্যেই এসপি, ডিএসপি সহ ৫ পুলিশকর্তাকে সাসপেন্ড করা হয়েছে৷