দিল্লির আজাদপুর বাজারে এক সব্জি বিক্রেতার সাক্ষাতকারের মাঝে চোখের জল দেখে গোটা দেশের মন খারাপ হয়ে উঠেছিল। রামেশ্বর নামের সেই সব্জি বিক্রেতাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাজারদরের কথা। সেই সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে কেঁদে ফেলেন রামেশ্বর। কাঁদতে কাঁদতে বলেন, বাজারে এত দাম আর পারছি না।

টমেটো কিনে নিয়ে যাচ্ছি বিক্রি করব বলে। কিন্তু জানি না বিক্রি হবে কি না। এরপর সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, আপনার ঠেলাগাড়ি এত ফাঁকা কেন? আর কিছু সব্জি কিনে নিয়ে যান। তখন রামেশ্বর কষ্টের ভেজা চোখে নিয়ে বলেন, টমেটো কিনতে গিয়েই সব টাকা শেষ হয়ে গেল। এভাবে আর পারছি না।"আরও পড়ুন-বিপর্যস্ত হিমাচল, মন্দিরের পর ভেসে গেল কালকা-সিমলা রেলপথ

দেখুন ছবিতে

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ যে কষ্টে আছে তা সবজি বিক্রিত রামেশ্বরের কথাতেই ফুটে উঠেছিল। তাঁর ভিডিয়ো ভাইরাল হওয়ার পর রামেশ্বর অনুরোধ করেছিলেন, তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তাদের কষ্টের কথা জানাতে যান। রামেশ্বরের অনুরোধ রেখে তার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। দু জনে বেশ কিছুক্ষণ কথা বলার পর টেবিলে বসে খেলেন। রাহুলের সঙ্গে দেখা করে বেজায় খুশি রামেশ্বর।