সিমলা, ১৪ অগাস্টঃ প্রবল বৃষ্টিতে ভয়ানক অবস্থা হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ডের (Uttarakhand) মত উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে। তাসের ঘরের মত হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে একের পর এক বহুতল, আবাসন, হোটেল, গেস্ট হাউস। বিপর্যয় নেমেছে হিমাচলে। সোমবার প্রবল বৃষ্টি, ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। গত দুদিনে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সিমলায় প্রবল ধসের প্রভাবে একটি মন্দির ভেঙে পড়ে। সেই মন্দির ভেঙে মৃত্যু হয়েছে ৯ জনের। মেঘভাঙা বৃষ্টির কারণেই এমন হচ্ছে। বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি আরও বাড়তে পারে বলেই পূর্বাভাষ দিচ্ছে আবহাওয়া দফতর।
এবার হিমাচল প্রদেশের জুটোগ এবং সামার হিল রেলওয়ে স্টেশনের মধ্যে ৯২/৬-৯২/৭ কিলোমিটার বিস্তৃত কালকা-সিমলা রেলপথ ভারী বৃষ্টিতে ভেসে গিয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কালকা-সিমলা রেলপথ ভেসে যাওয়ার ফলে, কান্দাঘাট এবং সিমলার মধ্যে ট্রেন চলাচল আপাতত বাতিল করা হয়েছে।
Himachal Pradesh | Kalka-Shimla railway track at km 92/6-92/7 between Jutogh & Summer Hill railway stations is washed away due to heavy rains. The movement of trains between Kandaghat-Shimla is cancelled: State government pic.twitter.com/JfElYbHNcq
— ANI (@ANI) August 14, 2023
একটানা বৃষ্টির জেরে বিপাশা নদীর জল ফের বাড়তে শুরু করেছে। ফলে এই নদী নতুন করে হিমাচলে চোখ রাঙাতে শুরু করেছে। আগামী ১৯ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।