দিল্লি, ২০ অগাস্ট: আরজি কর-কাণ্ডের (R.G. Kar Hospital) শুনানি চলছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে মঙ্গলবার শুনানি শুরু হয়। যেখানে আরজি করে তরুণী চিকিৎসকের উপর যে নির্যাতন চলে, তা ভয় জাগানো ঘটনা বলে মন্তব্য করা হয়। পাশাপাশি আরজি কর-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন এই ঘটনাকে আত্মহত্যা বলে প্রথমে জানান, তা নিয়েও প্রশ্ন তোলা হয় দেশের শীর্ষ আজালতের তরফে।
পাশাপাশি এবার কলকাতা হাইকোর্টে নয়, ঘটনার তদন্ত রিপোর্ট, তদন্তের গতিপ্রকৃতির সব তথ্য সিবিআই সুপ্রিম কোর্টে জমা দেবে বলেও আজ জানানো হয়। এসবের সঙ্গে ১৪ অগাস্ট মাঝ রাতে আরজি করে হামলার বিষয় নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। আরজি করে কীভাবে হামলাকারীরা ঢুকল, তা নিয়ে প্রশ্ন তোলেন সিজেআই। রাজ্য কেন ওই হামলা প্রতিরোধ করতে পারল না, তা নিয়েও সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন তোলা হয়। আজকের শুনানিতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের কথাও জানানো হয় দেশের শীর্ষ আদালতের তরফে।
আগামী বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট আজ জানায়।