পুরী, ২৮ জুনঃ হিন্দু ধর্মে রথযাত্রা অন্যতম বড় একটি ধর্মীয় উৎসব। আর রথ মানেই সবাই আগে যে কথাটি মাথায় আসে তা হল পুরীর রথযাত্রা। প্রতিবছর রথ উপলক্ষ্যে পুরীতে কয়েক লক্ষ ভক্তের আগমন ঘটে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুরীর রথযাত্রার সাক্ষী হতে আসেন। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথের রশি ছুঁতে আসেন। অন্যথা হল না এই বছরও। রথযাত্রায় পুরীতে ভয়াবহ কাণ্ড। শুক্রবার প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হল। ৫০০ জনেরও বেশি মানুষ আহত হন। রথের রশিকে ছুঁতে গিয়ে বাধল হুড়োহুড়ি কাণ্ড। তারই মধ্যে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। শতাধিক ভক্ত আহত হন। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পুরীর রথযাত্রায় চিড়ে চ্যাপটা ভক্তরা
বেসরকারি সূত্র মারফত জানা গিয়েছে, কমপক্ষে ১২ থেকে ১৫ লক্ষ মানুষ এবছর পুরীর রথযাত্রা দেখতে উপস্থিত হয়েছিলেন। জনসমুদ্রে ভেসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েক শো ভক্ত। প্রচণ্ড গরম, আর্দ্রতা এবং অতিরিক্ত ভিড়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন ভক্তরা। শ্বাস নিতে সমস্যা হয় বহু মানুষের। জ্ঞান হারিয়ে ফেলেন অনেকে। তাঁদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ৬০০ জনেরও বেশি ভক্ত শুক্রবার পুরীতে এসে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের বমি, অজ্ঞান হয়ে যাওয়ার মত লক্ষণ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। কারুর কারুর শরীরে ছোটখাটো আঘাতের চিহ্নও রয়েছে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে চোট লেগেছে।
মানববন্ধন গড়ে রাস্তা করা হল অ্যাম্বুলেন্সের জন্যে
Volunteers form human chain to make way for an ambulance amidst congregation of over a million devotees for Jagannath Rath Yatra in Odisha's Puri
(Source: ANI) pic.twitter.com/erjI0iV99G
— WION (@WIONews) June 27, 2025
কাতারে কাতারে মানুষ সামিল হয়েছেন পুরীর রথযাত্রায়। ভিড়ের মধ্যে থেকেই অসুস্থদের উদ্ধার করতে আসে অ্যাম্বুলেন্স। লক্ষাধিক ভক্তের সমাবেশের মধ্যে অ্যাম্বুলেন্সের জন্যে রাস্তা করে দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা মানববন্ধন তৈরি করে অ্যাম্বুলেন্সের যাওয়ার পথ করে দেন।