নতুন দিল্লি, ২৬ জুন: পঞ্জাবে বড় ধাক্কা খাওয়ার পথে অরবিন্দ কেজরিওয়াল? পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মানের ছেড়ে আসা লোকসভা কেন্দ্র সাঙ্গরুরে পিছিয়ে আম আদমি পার্টি। টানা দু বার এখান থেকে বড় ব্যবধানে জিতে সাংসদ হয়েছিলেন ভগবান্ত মান। এবার সেখানে দুপুর ১টা পর্যন্ত গণনায় সাঙ্গুররে শিরোমনি অকালি দলের প্রার্থী সিমরনজিত মান ৫ হাজার ৬২৮ ভোটে এগিয়ে নিকটতম প্রার্থী আপ-এর গুরমিল সিংয়ের থেকে। ২০১৯ লোকসভায় সাঙ্গুর থেকে ভগবান্ত মান জিতেছিলেন ১ লক্ষ ১০ হাজার ভোটে। তার আগে ২০১৪ লোকসভায় এখানে আপ-এর মান জিতেছিলেন ২ লক্ষ ১১ হাজার ভোটে।
পঞ্জাব বিধানসভা নির্বাচনে আপ-এর জয়ের পর মান মুখ্যমন্ত্রী হওয়ায় সাংসদ পদ ছাড়তে হয় মান-কে। তাই সাঙ্গুরর লোকসভা উপনির্বাচন হয়। আরও পড়ুন: দু'বছর পর আবার ভক্তদের রথে দর্শন দেবেন জগন্নাথ দেব, রইল রথযাত্রার তথ্যসূচী
দেখুন টুইট
Punjab-Sangrur bypoll | At 1.04pm, Simranjit Singh Mann of Shiromani Akali Dal (Amritsar) is leading with a margin of 5,628 votes; AAP's Gurmail Singh continues to trail pic.twitter.com/AE2vNKA915
— ANI (@ANI) June 26, 2022
উত্তরপ্রদেশের দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা চলছে। ক মাস আগে বিধানসভায় জিতে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। অখিলেশ যাদবের ছেড়ে আসা সেই আজমগড় লোকসভা উপনির্বাচন হয়। সমাজবাদী পার্টির মজবুত ঘাঁটি আজমগড়ে এগিয়ে বিজেপি-র তারকা প্রার্থী দীনেশ লাল যাদব। ভোজপুরী সিনেমার জনপ্রিয় নায়ক দীনেশ লাল ২০১৯ লোকসভায় হেরেছিলেন অখিলেশের কাছে। এখনও পর্যন্ত দীনেশ এগিয়ে প্রায় ৩ হাজার ভোটে।
তবে সমাজবাদী পার্টির শীর্ষ নেতা আজম খানের ছেড়ে যাওয়া রামপুরে এগিয়ে এসপি প্রার্থী। শেষ অবধি উপনির্বাচনে অখিলেশ গড়ে বিজেপি জিতলে, ২০২৪ লোকসভায় অ্যাডভাটেন্টজ থাকবে পদ্ম শিবির।