নয়াদিল্লি: গুজরাট বিধানসভার (Gujarat Assembly results) ফলাফল সবাইকে অবাক (Suprise) করে হবে। বুধবার দিল্লি পুরসভা নির্বাচনে (Delhi assembly polls) আপের (Aam Admai Party) জয়ের (Wining) সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হতেই এই দাবি করলেন পাঞ্জাবের আপ সরকারের (Punjab Government) মুখমন্ত্রী ভগবন্ত মান (Chief Minister)। পাশাপাশি তিনি একথাও বলেন যে বিভিন্ন এগজিট পোলে (Exit polls) গুজরাটে (Gujarat) আম আদমি পার্টি পরাজিত হবে যে দাবি করা হয়েছে। তাও ভুল প্রমাণিত হবে।
এপ্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, "বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রকাশিত এগজিট পোলের ফলাফল দেখে জানা যাচ্ছে গুজরাট বিধানসভায় ফের একক সংখ্যাগরিষ্ট দল হিসেবে সরকার গঠন করতে চলেছে বিজেপি। কিন্তু, বাস্তব ক্ষেত্রে দেখা যাবে গুজরাটের বিভিন্ন এলাকায় যেখানে মাঠে নেমে রাজ্যের বর্তমান শাসকদলের সঙ্গে মুখোমুখি লড়াই করেছে আম আদমি পার্টি কর্মী-সমর্থকরা সেখানে ফলাফল হবে অবাক করার মতো।"
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকাল থেকে দিল্লি পুরসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দিল্লি পুরসভার বেশির ভাগে আসনে জয়ী হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতত্বাধীন আম আদমি পার্টির প্রার্থীরা। ১৫ বছর ধরে দিল্লি পুরসভা নির্বাচনে জয়ী হওয়া বিজেপিকে পিছনে ফেলে ক্রমশ পৌরসভা দখলের রাস্তায় হাঁটছে তারা। ইতিমধ্যে জয় আভাস পেয়ে দিল্লির বিভিন্ন এলাকায় উৎসবও শুরু করে দিয়েছেন আপের কর্মী-সমর্থকরা। এই পরিস্থিতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের গুজরাট বিধানসভার ফলাফল সম্পর্কিত মন্তব্য দেশের রাজনীতিতে নয়া জল্পনার সৃষ্টি করেছে।
যদিও বিভিন্ন সংস্থার প্রকাশিত এগজিট পোলের ফলাফল থেকে জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ ৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ পেলে দেখা যাবে গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে আপ ও কংগ্রেসকে পরাজিত করে ফের এই দুই রাজ্যের ক্ষমতা আসীন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। গুজরাটে বেশ জোর কদমে প্রচার চালালেও আপের ঝুলিতে আসন সংখ্যা খুবই কম আসতে চলেছে। হিমাচল প্রদেশেও বিজেপি পরে আপকে অনেক পিছনে ফেলে দ্বিতীয় স্থানে থাকতে চলেছে কংগ্রেস।
যদি বুধবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং বলেন, "বর্তমানে সম্ভাবনার বিষয়টি বাস্তবে পরিণত হতে চলেছে। এর আগে ১৫ বছর ধরে টানা দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেসকে উৎখাত করে দিল্লি বিধানসভার ক্ষমতা হাতে পেয়েছিল আপ। এবার তারা দিল্লি পুরসভার ক্ষমতাকে বিজেপিকে সরিয়ে ক্ষমতা আসতে চলেছে আপ। কারণ এখন আর মানুষ ঘৃণার রাজনীতিকে পছন্দ করেন না। তার বদল তাঁরা স্কুল, হাসপাতাল, পরিষ্কার পরিচ্ছনতা ও পরিকাঠামো গড়ে তুলতে উদ্যোগী শাসকদেরই ক্ষমতায় দেখতে চান। ইতিমধ্যে আমি অরবিন্দ কেজরিওয়ালের কাছ সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। বর্তমানে আমরা দিল্লি পুরসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসতে চলেছি। এবার দিল্লিকেও পরিচ্ছন করে তোলা হবে।"