Punjab: দুর্নীতির অভিযোগ ওঠা মাত্র স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে শাস্তি দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
AAP's chief ministerial candidate Bhagwant Mann. (Photo Credits: Facebook)

চণ্ডীগড়, ২৪ মে: পঞ্জাবে দুর্নীতি মুক্ত-স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আম আদমি পার্টির সরকারের বড় নজির। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা (Vijay Singla)-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মাত্র তাঁকে সরিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (CM Bhagwant Mann)। সরকারী চুক্তি পাইয়ে দেওয়ার বিনিময়ে ১ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ উঠেছিল পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা-র বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখে প্রমাণ মেলার পরই বিজয় সাংলাকে সরিয়ে দেওয়া হলে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে।

পঞ্জাবের কোনও নেতা-মন্ত্রী, আমলা বা যে কোনও সরকারী কর্মচারীতে দুর্নীতি দেখলেই তা ভিডিও করে বা প্রমাণ দিয়ে মুখ্যমন্ত্রী মানের ব্যক্তিগত হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতি রুখতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর রাজ্যের মানুষের সঙ্গে শেয়ারও করেছেন মান। ক মাস আগে পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়ে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসেছে আপ সরাকর। আরও পড়ুন: ইলেকট্রিক বাসে ছেয়ে যাচ্ছে দিল্লির রাস্তা, রাজধানীতে ১৫০ ই-বাসের উদ্বোধন কেজরিওয়ালের

দেখুন টুইট

দুর্নীতি রুখতে কাউকে ছাড়া হবে না বলে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আগেই জানিয়েছিলেন। দুর্নীতির অভিযোগ গত কয়েক মাসে বেশ কয়েকজন সরকারী কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। তবে এই প্রথম একেবারে নিজের মন্ত্রিসভাতেই দুর্নীতির শাস্তির কোপ মেরে বড় বার্তা পাঠাবেন মান।