Pune Porsche Case: পুনে পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরকে মুক্তির নির্দেশ দিল বম্বে হাইকোর্ট
পুনে পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরকে মুক্তির নির্দেশ দিল বম্বে হাইকোর্ট (Photo Credits: X, ANI)

নয়াদিল্লিঃ জামিন পেলেন পুনে পোর্শে দুর্ঘটনায় (Pune Porsche Case) অভিযুক্ত কিশোর। আজ, মঙ্গলবার তাকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট (Bombay High Court)। সংবাদ সংস্থা এফপি সূত্রে খবর, বিচারপতি ভারতী ডাংরে ও মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানিয়েছে, ওই নাবালককে হেফাজতে রাখা বেআইনি। অভিযুক্ত কিশোরের কাকিমার জমা দেওয়া পিটিশনের ভিত্তিতে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ ওই নাবালককে সরকারি হোমে রেখে পর্যবেক্ষণ করতে হবে ৷ প্রসঙ্গত, গত ১৮ মে, মধ্যরাতে মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরছিলেন অভিযুক্ত। পুনে শহরের কল্যাণী নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে  দুই বাইকআরোহীকে পিষে দেয় তার বিলাসবহুল পোর্শে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই তথ্যপ্রযুক্তি কর্মী আনিস দুদিয়া ও তাঁর বান্ধবী অশ্বিনী কস্তারের। এরপরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। এই ঘটনায় নাম জড়ায় সরকারি হাসপাতালের দুই চিকিৎসকের। অভিযুক্ত কিশোরের নমুনা বদল করার অভিযোগ ওঠে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে। অবশেষে হিট অ্যান্ড রান মামলায় ওই নাবালককে জামিন দিল বোম্বে হাইকোর্ট৷