নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন কাউন্সিলর (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিদ্যুৎহীন এলাকা। বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর(Former Counsellor)। বাইকে চেপে এসে আচমকা তাঁর উপর গুলি চালায় একদল দুষ্কৃতী। দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেলেও পরে মৃত্যু হয় পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর বনরাজ সূর্যকান্ত আনজকান্ত(Vanraj Surayakant Andekar)। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায়( CCTV Camera) ধরা পড়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন বনরাজ। তখনই ৬ টি বাইকে চেপে মোট ১২ জন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। বাইক থেকে নেমে প্রাক্তন এনসিপি কাউন্সিলরকে লক্ষ্য করে চলে এলোপাথাড়ি গুলি। মোট ৫ রাউন্ড গুলি চালানো হয়। শুধু তাই নয় বাড়ির ভিতর ঢুকে ধারাল অস্ত্র দিয়েওঁ আঘাত করা হয় বনরাজকে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন।

নিজের বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন কাউন্সিলর