নয়াদিল্লিঃ ত্রিদেশীয় বিদেশ সফরের শেষ পর্যায়ে ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার গায়ানায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। অন্যদিকে আজ, ২০ নভেম্বর ঝাড়খণ্ড(Jharkhand) এবং মহারাষ্ট্রে(Maharashtra) ভোট(Elections)। তাই দেশে না থাকলেও নির্বাচন নিয়ে দেশবাসীকে বার্তা দিতে ভুললেন না নমো। এ দিন এক্স হ্যান্ডেকে টুইট করে তিনি লেখেন, আজ মহারাষ্ট্র বিধানসভার(Maharashtra Assembly Elections 2024) সব আসনে ভোটগ্রহণ হবে। আমি রাজ্যের মানুষকে পূর্ণ উৎসাহের সঙ্গে এই ভোটদানে অংশ নেওয়ার এবং গণতন্ত্রের উৎসবের জাঁকজমক বাড়ানোর জন্য অনুরোধ জানাই। এই উপলক্ষে আমি সমস্ত যুব ও মহিলা ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে, আপনারা বিপুল সংখ্যায় ভোট দিন।" অন্যদিকে ঝাড়খণ্ডে আজ দ্বিতীয় দফা নির্বাচন। ঝাড়খণ্ড নিয়ে মোদী বলেন, "আজ ঝাড়খণ্ডে গণতন্ত্রের মহান উৎসবের দ্বিতীয় তথা শেষ পর্ব। আমি সমস্ত ভোটারদের উৎসাহের সঙ্ং অংশ নিতে এবং ভোটদানের একটি নতুন রেকর্ড তৈরি করার আহ্বান জানাচ্ছি। এই উপলক্ষে আমি আমার সেই সমস্ত যুব বন্ধুদের বিশেষভাবে অভিনন্দন জানাই, যাঁরা প্রথমবার ভোট দিতে চলেছেন। আপনার প্রতিটি ভোটই রাষ্ট্রের শক্তি।"
বিদেশ থেকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র ভোট নিয়ে কী বার্তা দিলেন মোদী?
Prime Minister Narendra Modi urges voters in Maharashtra and Jharkhand to vote with full enthusiasm
Read @ANI Story | https://t.co/AgoQA5drNO#MaharashtraAssemblyElections2024 #JharkhandAssemblyPolls2024 #NarendraModi pic.twitter.com/lTx2nPLyeW
— ANI Digital (@ani_digital) November 20, 2024