
নয়াদিল্লিঃ দু'দিনের মরিশাস(Mauritius) সফর সেরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধবার মধ্যরাতে দিল্লিতে(Delhi) পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। দিল্লি বিমানবন্দর থেকে সোজা বাসভবনের দিকে রওনা দেয় মোদীয় কনভয়। প্রসঙ্গত, মরিশাসের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন মোদী। মঙ্গলবারই মরিশাসের পোর্ট লুইস বিমানবন্দরে পা রাখেন ভারতীয় প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন সেদেশের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম। উপস্থিত ছিলেন দ্বীপরাষ্ট্রের বিচারপতিরাও।
মরিশাস থেকে দেশে ফিরলেন মোদী
এই সফরে মরিশাসের মোট ২০ টি প্রকল্প উদ্বোধনের সাক্ষী ছিলেন মোদী। প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ পুরস্কার, গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান-এ সম্মানিত করা হয়। ভারতীয় হিসাবে প্রথম এই অনন্য সম্মানে সম্মানিত হলেন মোদী। মরিশাসের সর্বোচ্চ সম্মান পেয়ে সেদেশের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া বুধবার মরিশাসের ‘জাতীয় দিবস’ পালন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদী। শুধু তাই নয়, এই সফরকালে মরিশাসের প্রেসিডেন্ট ধরমবীর গোখুল ও তাঁর স্ত্ৰীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী। ধরমবীর গোখুলকে উপহার হিসেবে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল ও মাখানা দেন মোদী। প্রেসিডেন্টের স্ত্রীকে দেন বেনারসী শাড়ি।
মরিশাস সফর শেষে মধ্যরাতে দিল্লি পৌঁছল মোদীর বিমান
#WATCH | Prime Minister Narendra Modi returns to Delhi from Port Louis, Mauritius, after his 2-day State Visit to the country.
(Video source: DD News) pic.twitter.com/Xb3IWRbvOU
— ANI (@ANI) March 12, 2025