মহাকাশে ৪৯ ঘন্টা কাটিয়ে ফেলেছেন নভশ্চর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। অ্যাক্সিওম-৪ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক স্পেস স্টেশনে বৃহস্পতিবার পা দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও তিনজন পাড়ি দিয়েছেন মহাকাশে। তবে শুভাংশু ছাড়া আর কোনও ভারতীয় এই অভিযানে যোগ দেননি। স্বাভাবিকভাবে এই অভিযানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন শুভাংশু। ১৪০ কোটির দেশের একমাত্র প্রতিনিধি তিনি। শনিবার তাঁর সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেখানে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা কৃতজ্ঞতা জানান ভারতীয় নভশ্চর।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা শুভাংশু শুক্লার

এদিন প্রধানমন্ত্রীর সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার কথা হয়েছে। যিনি এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন। ভিডিয়োতে শুভাংশুর উদ্দেশ্যে বলেন, “আজ আপনি ভারতের মাটি থেকে অনেক দূরে রয়েছেন। কিন্তু আপনি ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের সঙ্গে শুভ রয়েছে এবং আপনার যাত্রা একটা যুগের শুভারম্ভ”।

দেখুন পোস্ট

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভাংশু শুক্লা

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পা্ল্টা শুভাংশু কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি আপনাকে এবং ১৪০ কোটি ভারতবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে সুস্থ ও সুরক্ষিত রয়েছি। এটা একটা আলাদা অনুভূতি। এটা শুধু আমার যাত্রা নয়, এটা গোটা দেশের স্বপ্নপূরণের যাত্রা”।