Photo credits: ANI

চেন্নাই: শনিবার সকালে তেলেঙ্গানার (Telengana) রাজধানী হায়দরাবাদে (Hyderabad) বিভিন্ন জনমুখী প্রকল্পের উদ্বোধনের পর জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তারপরই তিনি গিয়ে পৌঁছন তামিলনাড়ুর (Tamil Nadu) রাজধানী চেন্নাইয়ে (Chennai)।

সেখানে দুপুরে চেন্নাই বিমানবন্দরের (Chennai Airport) নয়া টার্মিনালের (new integrated terminal building) উদ্বোধন করলেন তিনি। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। উদ্বোধনের আগে নয়া টার্মিনালের মডেলটিও খতিয়ে দেখেন তিনি।

শনিবার চেন্নাই বিমানবন্দরে নামার পর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি (Tamilnadu's Governor RN Ravi), মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (CM MK Stalin), অন্যান্য মন্ত্রী (Ministers), সাংসদ (MPs) ও বিভিন্ন সরকারি আধিকারিকরা। আরও পড়ুন: Ukrain: ৪ দিনের ভারত সফরে আসছেন ইউক্রেনের সহকারী বিদেশমন্ত্রী এমাইন জ্যাপরোভা