বেঙ্গালুরু, ১১ নভেম্বর: এবার দক্ষিণ ভারতেও ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। কর্ণাটকের বেঙ্গালুরুর কেএসআর রেলওয়ে স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেনন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশে এটা পঞ্চম ও দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। শিল্প শহর চেন্নাই হয়ে টেক-স্টার্ট আপ হাব বেঙ্গালুরু এবং পর্যটকদের পছন্দের মাইসুরু যাবে এই বন্দে ভারত এক্সপ্রেস। আরও পড়ুন-পুনের শিভারকার বস্তিতে হঠাৎ আগুন ! টিনের বাড়ি আগুনে ভস্মীভূত (দেখুন ভিডিও)
দেখুন ভিডিও
#WATCH | Prime Minister Narendra Modi flags off Vande Bharat Express at KSR railway station in Bengaluru, Karnataka
(Source: DD) pic.twitter.com/sOF45cOwAX
— ANI (@ANI) November 11, 2022
বন্দে ভারতের সূচনা করে প্রধানমন্ত্রী মোদী গেলেন বেঙ্গালুরু বিমানবন্দরের একটি টার্মিনাল ও ২৫ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে।