![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/05/PM-MODI-380x214.jpg)
নতুন দিল্লি, ১ জুন: সোমবার চিকিৎসকাকর্মীদের অপরাজেয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশে করোনা আক্রান্তের সংখ্যা দেখতে দেখতে প্রায় ২ লক্ষের কাছাকাছি। এই পরিস্থিতিতে তিনি বললেন, চিকিৎসাকর্মীরা নিশ্চিতভাবেই করোনাকে হারিয়ে দেবেন। মহামারী করোনাকে রুখতে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়ছেন চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীরা। তাঁদের সঙ্গে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা ও দুর্ব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ভিডিও কনফারেন্সে কর্ণাটকের রাজীব গান্ধী ইউনির্ভাসিটি অফ হেলথ সায়েন্সের রৌপ্য জয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানেই স্বাস্থ্যকর্মীদের প্রতি আওয়াজ তোলেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “ভাইরাসটি হয়তো অদৃশ্য। এই অদৃশ্য অপরাজেয়র লড়াইয়ে তবে আমাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সরা অপরাজেয়। আমাদের চিকিৎসাকর্মীদের জয় সুনিশ্চিত।”
প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট করেন দেন, “আমার স্পষ্ট বক্তব্য হল, করোনা যোদ্ধাদের সঙ্গে হিংসা, দুর্ব্যবহার ও হেনস্তা বরদাস্ত করা হবে না। গোটা বিশ্ব আমাদের চিকিৎসক, নার্স, চিকিৎসাকর্মী, গবেষকদের দিকে অনেক আশা নিয়ে আজ তাকিয়ে আছে। বিশ্ব একই সঙ্গে যত্ন ও সুস্থতা দুটোই চাইছে।” এদিন তিনি রাজীব গান্ধী ইউনির্ভাসিটি অফ হেলথ সায়েন্সের নতুন সাফল্য নিয়েও আত্মবিশ্বাসী। আরও পড়ুন-COVID-19 Count In India: রবিবার সারাদিনে আক্রান্ত ৮ হাজার ৩৯২ জন, সোমবার দেশে মোট করোনা আক্রান্ত ১, ৯০, ৫৩৫
পঞ্চম দফার লকডাউনের শুরুতে দেশে করোনা আক্রান্ত (COVID-19 Count) হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৯২ জন। রবিবার সারাদিনে ২৩০ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। সোমাব স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫। এর মধ্যে ৯৩ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি আছেন। ৯১ হাজার ৮১৯ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৫ হাজার ৩৯৪ জনের। দেশে করোনা থেক সুস্থ হয়ে ওঠার হার ৪৭.৭৫ শতাংশ। মৃত্যুর হার ২.৮৩ শতাংশ।