নতুন দিল্লি, ২৭ মার্চ: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। তাঁকে দিল্লি এইমস (AIIMS) হাসপাতালে রেফার করা হচ্ছে। জানাল দিল্লির সেনা হাসপাতাল (Army Hospital)। গতকাল সকালে বুকে অস্বস্তি হওয়াতে তাঁকে সেনা হাসপাাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
গতকালই রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট করে বলেছে যে তিনি রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নিতে আরআর হাসপাতালে যান। আরও পড়ুন: WB Assembly Elections 2021 Phase 1 Polls Live Updates: কাঁথিতে সৌমেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর
The condition of President Ram Nath Kovind is stable.
He is being referred to AIIMS, Delhi for further investigation: Army Hospital (R&R)
The President was under observation at the hospital following chest discomfort yesterday
(file photo) pic.twitter.com/uoZ16kE6D6
— ANI (@ANI) March 27, 2021
রাষ্ট্রপতি এই মাসের শুরুতে কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।