নতুন দিল্লি, ৭ মে: ভাইজ্যাগ গ্যাস ট্রাজেডিতে মৃতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। এক টুইট বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশাখাপত্তনমের কাছে এক কারখানায় গ্যাস লিকের খবরে তিনি আন্তরিকভাবে দুঃখিত। এই গ্যাস লিকের জেরে এখনও বহু মানুষের প্রাণ গিয়েছে। আক্রান্তদের দ্রুত সুস্থতা ও নিরাপত্তার প্রার্থনা করেছেন তিনি। প্রশাসন এই বিপদকে যত তাড়াতাড়ি নিয়্ন্ত্রণে আনা যায় তারজন্য যথা সম্ভব চেষ্টা করছে। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ এলজি পলিমার ইন্ডাস্ট্রির গ্যাস লিকের ঘটনা প্রকাশ্যে আসে। এর পরেই লাগোয়া এলাকায় আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি বিবেচনা করে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্তৃপক্ষদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
চোখ জ্বালা ও ও শ্বাসকষ্ট নিয়ে বিশাখাপত্তনমের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় ২০০ জন। সচিবালয় সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও জনসাধারণের জীবন বাঁচাতে সম্ভাব্য সমস্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট এলাকার জেলাশাকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তদের দেখতেও যান তিনি। প্রত্যেকের স্বাস্থ্যের খোঁজখবর নেন। আরও পড়ুন- Vizag Gas Leak: ‘বিশাখাপত্তনমে বিষাক্ত রাসায়নিক গ্যাস লিকের ঘটনায় সকলের সুস্থতা ও নিরাপত্তা কামনা করি’ টুইট বার্তায় নরেন্দ্র মোদি
Saddened by the news of gas leak in a plant near Visakhapatnam which has claimed several lives. My condolences to the families of the victims. I pray for the recovery of the injured and the safety of all.
— President of India (@rashtrapatibhvn) May 7, 2020
এই ঘটনায় বিশাখাপত্তনমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক ও জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই বার্তালাপ সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর টুইট বার্তায় তাঁর আশ্বাস, “বিশাখাপত্তনমের পরিস্থিতি খুব ভালভাবে নজরে রাখা হচ্ছে। সেখানকার প্রত্যেকে যেন সুস্থ ও নিরাপদ থাকে তার এই প্রার্থনা করি।” এই পরিস্থিতির কথা মাথায় রেখেই বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি।