নরেন্দ্র মোদী। (File Image)

নতুন দিল্লি, ৭ মে: বৃহস্পতিবার সকালে এলজি-র পলিমার কারখানায় বিষাক্ত রাসায়নিক গ্যাস লিককে (Vizag gas leak incident) কেন্দ্র করে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগে। সেখানে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশাখাপত্তনমের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রক ও জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই  বার্তালাপ সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর টুইট বার্তায় তাঁর আশ্বাস, “বিশাখাপত্তনমের পরিস্থিতি খুব ভালভাবে নজরে রাখা হচ্ছে। সেখানকার প্রত্যেকে যেন সুস্থ ও নিরাপদ থাকে তার এই প্রার্থনা করি।” এই পরিস্থিতির কথা মাথায় রেখেই বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। আরও পড়ুন- Buddha Purnima 2020: গৌতম বুদ্ধের শিক্ষাতেই মহামারীর মধ্যে বিভিন্ন দেশের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে ভারত, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে বললেন প্রধানমন্ত্রী

জানা গিয়েছে, ইতিমধ্যেই বিষাক্ত গ্যাসকে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাসের বেশি প্রভাব পড়েছে এলজি-র কারখানার ১-দেড় কিলোমিটারের মধ্যে। তবে গন্ধ ছড়িয়েছে প্রায় আড়াই কিলোমিটার পর্যন্ত। চোখ জ্বালা ও শ্বাসকষ্ট নিয়ে ১০০-রও বেশি জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যেই ভাইজ্যাগের উদ্দেশে রওনা হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তিনি সেখানকার কিং জর্জ হাসপাতাল পরিদর্শনেও যাবেন। ওই চোখ জ্বালা ও শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন এলাকার বাসিন্দারা। গোটা ঘটনার উপরেই তীক্ষ্ণ নজর রেখেছেন তিনি। সেই সঙ্গে জেলা প্রশাসনকে তৎক্ষণাৎ পদক্ষেপের জন্য যথাযথ নির্দেশ দিয়েছেন তিনি। সবরকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন জগনমোহন রেড্ডি।