![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/2-779630000.jpg?width=380&height=214)
প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) প্রায় এক মাস ধরে চলছে মহাকুম্ভের মেলা। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তবু যেন ভিড়ের অন্ত নেই প্রয়াগে। জনসমুদ্রে ভাসছে মহাকুম্ভ যাওয়ার রাস্তা থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ। প্রয়াগরাজের রাস্তায় 'বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের' সৃষ্টি হয়েছে। ৩০০ কিলোমিটার রাস্তা জুড়ে কেবলই গাড়ি দাঁড়িয়ে। ১৪৪ বছর পর এই মহাকুম্ভ না এলে এমন দৃশ্য চোখে দেখা যেত না। এরই মাঝে আজ সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) পৌঁছলেন প্রয়াগরাজ।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বিমানবন্দর থেকে মুর্মু সোজা পৌঁছলেন ত্রিবেণী সঙ্গমে (Triveni Sangam)। ডুব দিয়ে পুণ্যস্নান করবেন রাষ্ট্রপতি। এর আগে গত ৫ ফেব্রুয়ারি, মহাকুম্ভে পুণ্যস্নান সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
প্রয়াগে রাষ্ট্রপতিকে স্বাগতঃ
Governor of Uttar Pradesh Anandiben Patel and Chief Minister Yogi Adityanath received President Droupadi Murmu on her arrival at Prayagraj.
(Source: Rashtrapati Bhavan) pic.twitter.com/vlNQPqlbQ3
— ANI (@ANI) February 10, 2025
ত্রিবেণী ঘাটে পৌঁছলেন রাষ্ট্রপতিঃ
#WATCH | Prayagraj, UP: President Droupadi Murmu, Uttar Pradesh Governor Anandiben Patel, and UP CM Yogi Adityanath arrive at Triveni Sangam.
President Droupadi Murmu will soon take a holy dip at Sangam pic.twitter.com/WYepcGDUiy
— ANI (@ANI) February 10, 2025
কুম্ভস্নান সেরে প্রয়াগরাজের আরও দুই জনপ্রিয় তীর্থস্থান ভ্রমণ করার পরিকল্পনা রয়েছে মুর্মুর। রাষ্ট্রপতির কর্মসূচি সম্পর্কে জানা গিয়েছে, অক্ষয়বট (Akshayavat) এবং বড় হনুমান মন্দির (Bade Hanuman Temple) দর্শনে যাবেন তিনি। রাষ্ট্রপতিকে এদিন সঙ্গ দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। প্রসঙ্গত, দ্রৌপদী মুর্মু প্রথম রাষ্ট্রপতি নন যিনি মহাকুম্ভ যাচ্ছেন, দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদও মহাকুম্ভমে পবিত্র স্নান সেরেছিলেন।