ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ জমিজমা নিয়ে আত্মীয়দের সঙ্গে বচসা। বিবাদ চরমে পৌঁছলে গুলিবিদ্ধ হন এক ব্যাক্তি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর হাসপাতালের বেডে লেগে থাকা রক্ত অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিয়ে পরিষ্কার করালো হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) দিন্দোরি জেলার(Dindori District) গাদাসরাই স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদে গুলিবিদ্ধ হন শিবরাজ নামে এক ব্যক্তি এবং তাঁর বাবা। হাসপাতালে মৃত্যু হয় তাঁদের। অভিযোগ, এরপর শিবরাজের স্ত্রী রোশনিকে দিয়ে হাসপাতালের রক্তমাখা বেড পরিষ্কার করানো হয়। জানা গিয়েছে, রোশনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, টিস্যু দিয়ে রক্তমাখা বেড পরিষ্কার করছেন রোশনি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে যথেষ্ট পরিমাণ স্বাস্থকর্মী উপস্থিত ছিলেন। তাঁকে কেউ বেড পরিষ্কার করার কথা বলা হয়নি। প্রমাণ সংগ্রহের জন্য ওই মহিলা নিজেই বেড পরিষ্কার করেছেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই গুলি চালানোর অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গদাইসরাই থানার পুলিশ।

 মৃত স্বামীর রক্তমাখা বেড পরিষ্কার করছেন অন্তঃসত্ত্বা, কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ