
Prashant Kishore: কারও সঙ্গে জোট গড়ে নয়, বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে একাই সব কটা আসনে লড়বে তার দল 'জন সূরজ পার্টি' (Jan Suraaj Party)। এমন ঘোষণাই করলেন ভোট কৌশলী থেকে রাজনীতিবদ বনে যাওয়া প্রশান্ত কিশোর (Prashant Kishore)। খাগারিয়ায় ভোটপ্রচারে গিয়ে প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, জন সূরজ পার্টি রাজ্যের ২৪৩টি আসনেই প্রার্থী দেবে। এই প্রথম বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections) লড়বে প্রশান্তের মাস সাতেক আগে তৈরি হওয়া দল। দেশের অন্যতম সেরা ভোট বিশেষজ্ঞর দাবি, বিহারের মানুষ এনডিএ, ইউপিএ, বিজেপি, কংগ্রেস, জেডি (ইউ), আরজেডি-র সরকার দেখে নিয়েছে। কেউ বিহারের জন্য কিছু করেনি। কীভাবে বিহার থেকে পরিযায়ী শ্রমিকদের বাইরে যাওয়া বন্ধ করা যাবে। কীভাবে দুর্নীতি বন্ধ করা যাবে। কীভাবে বিহারের শিশুদের প্রকৃত শিক্ষা দেওয়া যাবে। তা নিয়ে চিরাগ পাসোয়ান সহ রাজ্যের নেতাদের জানানো উচিত।"প্রশান্ত কিশোর সাফ বুঝিয়ে দিলেন, বিজেপি+জেডিইউ+এলজেপি ও কংগ্রেস+আরজেডি+বামেদের সঙ্গে সমদূরত্ব রেখেই চলবে তার দল।
আর 'কিংমেকার' নয়, এবার নিজেই 'কিং' হতে চান প্রশান্ত
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পিছনে ভোট কৌশলী প্রশান্ত কিশোরীর বড় ভূমিকা ছিল। ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিপুল জয়ের পিছনেও প্রশান্তের অবদান ছিল। তবে আর 'কিংমেকার'নয়, এবার কিং হতে সরাসরি ভোটের ময়দানে নেমেছেন প্রশান্ত।
দেখুন কী বললেন প্রশান্ত কিশোর
#WATCH | Khagaria, Bihar: Jan Suraaj Party founder Prashant Kishore says, "We are contesting on 243 seats...The public has nothing to do with which party is contesting on how many seats. Chirag Paswan and other leaders have to tell how children will be educated in Bihar, how… pic.twitter.com/B5lQ2GXIGU
— ANI (@ANI) June 8, 2025
২০২৪ সালে নিজের দল খুলেছিলেন প্রশান্ত কিশোর
২০২৪ সালের নভেম্বরে জন সূরষ পার্টি স্থাপন করেন তিনি। গত বছর বিহারে চারটি আসনের বিধানসভা উপনির্বাচনে খারাপ ফল করে প্রশান্তের দল। তবে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের ১৫ শতাংশ মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পছন্দ তিনিই।