নতুন দিল্লি, ১৬ অগাস্ট: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) শারীরিক অবস্থা একই রমক রয়েছে। আজ সকালে দিল্লির সেনা হাসপাতাল মেডিকেল বুলেটিনে জানিয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাঁকে ইনটেনসিভ কেয়ারে ইউনিটে রাখা হয়েছে। এখনও তিনি ভেন্টিলেশনেই (Ventilator Support) রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল। তবে তাঁর একাধিক পুরনো কোমর্বিডিটি রয়েছে।
রবিবার রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রাক্তন রাষ্ট্রপতিকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরের দিন ১০ অগাস্ট প্রাণ বাঁচাতে অস্ত্রোপচার করে মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে হয়। সে সময়েই রুটিন পরীক্ষা করতে গিয়ে তাঁর শরীরে করোনাভাইরাস মেলে। কিন্তু অস্ত্রোপচারের পরে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আরও পড়ুন: Pranab Mukherjee Health Update: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রমক রয়েছে, জানাল সেনা হাসপাতাল
There is no change in the condition of Pranab Mukherjee. His vital & clinical parameters are stable & he continues to be on ventilator support. He has multiple old co-morbidities; his health condition is being closely monitored by specialists: Army Hospital (R&R), Delhi pic.twitter.com/0f3bYiBTE4
— ANI (@ANI) August 16, 2020
আজ প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) বলেন, “আমার বাবা আগের দিনগুলির চেয়ে অনেক ভালো ও স্থিতিশীল। তাঁর সমস্ত গুরুত্বপূর্ণ মাপকাঠি স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা বিশ্বাস করি যে তিনি শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসবেন।"