আগামী ষষ্ঠদফার নির্বাচনে অনন্তনাগ-রাজৌরি (Anantnag-Rajouri) লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব রয়েছে। এই এলাকার ৪৭৪টি কেন্দ্রের মধ্যে ৫৪টি স্টেশন লং আর্ম শেলিং রেঞ্জ এবং ২৪টি কেন্দ্র শর্ট আর্ম শেলিং রেঞ্জের মধ্যে পড়ছে। অর্থাৎ এই বুথগুলি নিয়ন্ত্রণ রেখার একদম কাছে রয়েছে বলে জানা গিয়েছে। আর এই এলাকাগুলিতে হামেশাই দুই দেশের মধ্যে গুলি বিনিময় হয়। ফলে এলাকাগুলিকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর সেই কারণে জরুরি পরিকল্পনা গ্রহণ করতে চলেছে স্থানীয় প্রশাসন।

শনিবার পুঞ্চ জেলার নির্বাচন আধিকারিক ইয়াসিন চৌধুরি জানিয়েছেন, "আমরা এই এলাকাগুলি ইতিমধ্যেই চিহ্নিত করে নিয়েছি। এরমধ্যে যেগুলি শর্ট আর্ম শেলিং রেঞ্জের মধ্যে পড়ছে সেগুলি ০ থেকে ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত। ফলে এই এলাকাগুলিতে সবথেকে বেশি গোলাগুলি চলে। সেই কারণে আমরা ওই এলাকা থেকে কিছু দূরে অস্থায়ী বাঙ্কার তৈরি করেছি। পরিস্থিতি উত্তপ্ত থাকলে সেখানেই আমরা ভোটগ্রহণ করব। আর যে কেন্দ্রগুলি মূলত স্কুল হিসেবে রয়েছে, সেখানে আমরা কড়া নিরাপত্তার মাধ্যমে স্কুলের মধ্যেই ভোট করাবো"।

সূত্রের খবর, পোলিং অফিসার বা ভোটকর্মীদের ইতিমধ্যেই বিশেষ ট্রেনিং দিয়েছে স্থানীয় প্রশাসন। যেহেতু এই এলাকাগুলিতে হামেশাই গুলি বিনিময় হয় তাই ভোটগ্রহণ অত্যন্ত সজাগ ভাবে নিতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি সীমান্তে সেনাবাহিনীও অতিরিক্ত নিরাপত্তা দেবে বলে জানা গিয়েছে। এই এলাকায় আগামী ২৫ মে ভোটগ্রহণ পর্ব রয়েছে।