গাজিপুর: খুনের মামলায় (Murder Case) ১০ বছরের কারাদণ্ডের সাজা হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্যাংস্টার (Gangster) থেকে রাজনৈতিক নেতা (politician) হওয়া মুখতার আনসারির (Mukhtar Ansari)। শুক্রবার এই রায় শোনায় গাজিপুরের এমপি/এমএলএ আদালত (Ghazipur MP/MLA court)। এর পাশাপাশি মুখতার আনসারির সহযোগী সোনি যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৯ সালে গাজিপুর জেলার কারানদা পুলিশ স্টেশনের (Karanda police station) অন্তর্গত এলাকায় কপিল দেব সিং (Kapil Dev Singh)-কে খুনের অভিযোগ ও ২০১০ সালে মীর হাসানকে (Mir Hasan) খুনের চেষ্টার অভিযোগে মামলাটি চলছিল। বৃহস্পতিবার তাতে দোষীসাব্যস্ত (guilty) হয়েছিল মুখতার আনসারি ও সোনু যাদব।
Uttar Pradesh | Gangster-turned-politician Mukhtar Ansari awarded 10 years imprisonment and a fine of Rs 5 lakh by Ghazipur MP/MLA court in connection with a gangster case lodged against him in 2010 after the murder of one Kapil Dev Singh under Karanda police station limits of…
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 27, 2023
এপ্রসঙ্গে গাজিপুরের অতিরিক্ত জেলা আইনজীবী (ফৌজদারি) নীরজ শ্রীবাস্তব (Ghazipur additional district government counsel (criminal) Neeraj Srivastava) বলেন, "২০১০ সালে মুখতার আনসারি ও তার সহযোগী সোনু যাদবের নামে একটি মামলা দায়ের হয়। গতকাল এই মামলায় দুজনকেই দোষীসাব্যস্ত করে আদালত। আর আজকে মেয়াদ নিয়ে শুনানির পর সাজা ঘোষণা করা হয়। আদালত মুখতার আনসারিকে ১০ বছরের স্বশ্রম কারাদণ্ড (rigorous imprisonment) ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তার সহযোগী সোনু যাদবকে ৫ বছরের স্বশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানার (fine) সাজা শোনানো হয়।" আরও পড়ুন: Muhurat Trading 2023: ১২ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে হবে মুহুরত ট্রেডিং
দেখুন ভিডিয়ো:
#WATCH | Ghazipur additional district government counsel (criminal) Neeraj Srivastava says, "A case was registered against Mukhtar Ansari and his aide Sonu Yadav in 2010. In connection with that case, both the accused were pronounced guilty yesterday and today arguments on the… https://t.co/hVsOHFXn9a pic.twitter.com/fK2QZq71Ii
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 27, 2023