খনউ, ১৮ মে: উত্তরপ্রদেশ-দিল্লি সীমান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এক হাজার বাস রাস্তায় নামাতে চেয়েছিল কংগ্রেস। সোমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সেই আবেদনে সম্মতি দিল যোগী আদিত্যনাথের সরকার। দিনদুয়েক আগে প্রিয়াঙ্কা গান্ধীর তরফে এই প্রস্তাব উত্তরপ্রদেশ সরকারের কাছে যায়। সঙ্গে সঙ্গেই তা নাকচ করে দেওয়ার কথা ছিল। তবে একদিন পরে কংগ্রেসের প্রস্তাবে ইতিবাচ সাড়া দিয়েছে রাজ্যসরকার। রাজ্যের স্বরাষ্ট্র সচিব অবনীশ কুমার অবস্থির তরফে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধীর অফিসে চিঠি গিয়েছে। সেই চিঠিতে বাসের বিশদ বিবরণ চালকদের নাম পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী ১৬ তারিখে প্রিয়াঙ্কা গান্ধীর পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে রয়েছে গাজিপুর সীমান্ত। সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফিরবে ৫০০টি বাস। একইভাবে উত্তরপ্রদেশের পশ্চিমাংসে রয়েছে নয়ডা সীমান্ত সেখান থেকেও আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফিরবে ৫০০টি বাস। প্রিয়াঙ্কা গান্ধীর অফিস থেকে যোগীর উদ্দেশে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, “ আমরা গাজিপুর সীমান্তের গাজিয়াবাদ থেকে ৫০০ বাস চালাতে চাই। একইভাবে নয়ডা থেকেও ৫০০ বাস চলবে। এই বাসভাড়ার যাবতীয় খরচ বহন করবে কংগ্রেস। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পেরাতে আমরা সমস্ত গাইডলাইন মেনে চলব। এজন্য আমরা হাজার বাস চালানোর অনুমতি চাইছি।” আরও পড়ুন- Indian Air Force: পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সর্বদা তৈরি ভারতীয় বায়ুসেনা, বললেন আরকেএস ভাদৌরিয়া
Awanish Awasthi, Uttar Pradesh Additional Chief Secretary (Home) writes to Congress leader Priyanka Gandhi Vadra accepting her proposal to deploy 1000 buses for migrants. Seeks details of 1000 buses & drivers without delay. pic.twitter.com/6PrtlMQtYb
— ANI UP (@ANINewsUP) May 18, 2020
এদিকে রবিবারই যোগী আদিত্যনাথের সরকার ঘোষণা করেছে যে লকডানের মধ্যে পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়িতে ফিরতে হবে, এমন বাধ্য বাধকতা সরকারের নেই। পরিযায়ী শ্রমিকরা যাতে পায়ে হেঁটে বা বাইকে চড়ে বা বিপজ্জনক কোনও যানে চড়ে বাড়ি ফেরার চেষ্টা না করে তা দেখতে প্রতিটি থানায় বিশেষ নজরদারি দল রয়েছে। শনিবার আওয়ারিয়া পথদুর্ঘটনায় ২৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর এই নির্দেশ জারি হয়।