মোদি ও কেজরিওয়াল (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: তৃতীয়বারের জন্য  দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এমনিতেই কেজরিওয়াল শপথ মঞ্চে নরেন্দ্র মোদিকে না দেখে আশাহত হননি। তবে নিজে থেকে কোনও কটাক্ষও করেননি। বলেছেন, কাজ থাকায় প্রধানমন্ত্রী আজ রামলীলা ময়দানের অনুষ্ঠানে উপস্থিত নেই। তবে তাঁর আশীর্বাদ প্রার্থনা করছি। এরপরই এক টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “এদিন আগে থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছি। এবং আগামীর জন্য শুভেচ্ছাও রইল।”

পাল্টা টুইটে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি কেজরিওয়াল। তিনি লিখেছেন, “দিল্লির উন্নয়নে দুই সরকারই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। গর্বের শহর। ধন্যবাদ স্যার, শপথ অনুষ্ঠানে আপনি এলে ভাল লাগত। কিন্তু আমি বুঝি যে আপনি ব্যস্ত ছিলেন। প্রত্যেক ভারতীয়র কাছে দিল্লিকে গর্বের শহর গড়ে তুলতে দুই সরকার এখন থেকে এক সঙ্গে কাজ করবে।” আরও পড়ুন-Arvind Kejriwal: দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি সবার জন্য কাজ করব: অরবিন্দ কেজরিওয়াল

রবিবার ফাল্গুন পড়তেই রোদ চড়েছিল রাজধানীতে। তা-ও কেজরি রামলীলা ময়দানে ঢুকলেন সাদা শার্টের ওপরে মোটা লাল ফুলহাতা সোয়েটার পরে, যা তাঁর ফ্যাশন স্টেটমেন্টে পরিণত। বেলা সোয়া ১২টায় কেজরিওয়ালের নাম ঘোষণা মাত্র উল্লাসে ফেটে পড়ে জনতা। শপথ নেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গহলৌত, ইমরান হুসেন ও রাজেন্দ্র পাল গৌতম। নতুন মুখ বা কোনও মহিলা সদস্যকে কেন মন্ত্রিসভায় রাখা হল না, সে বিষয়ে আপের যুক্তি— গত সরকারে ভাল কাজ করেছেন ওই মন্ত্রীরা। নতুন মন্ত্রীর কাজ বুঝতে সময় লাগবে। তাই পুরনো মুখেই ভরসা করেছেন কেজরিওয়াল। আম আদমি পার্টির নেতা হিসেবে ভোটে জিতেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সকলের। রবিবার তৃতীয় বার শপথ নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বললেন, ‘‘কেউ বিজেপি, কেউ কংগ্রেসকে ভোট দিতেই পারেন। কিন্তু শপথের পরে আমি সবার মুখ্যমন্ত্রী। যে কোনও দলের, ধর্মের লোক প্রয়োজনে আমার সঙ্গে দেখা করতে পারেন। আগের মতো এ বারও কাজের ক্ষেত্রে কোনও দল বিচার করা হবে না।”