হায়দরাবাদ: বিজেপি (BJP) ও এনডিএ (NDA)-এর জোট শরিকরা যখন নতুন সংসদ ভবনের উদ্বোধনের প্রহর গুণছেন তখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। শনিবার যেমন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM & AAP Chief Arvind Kejriwal) সোজা পৌঁছে গেলেন তেলাঙ্গানার (Telangana) রাজধানী হায়দরাবাদে (Hyderabad)। সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাওয়ের ( সঙ্গে আলোচনার পর যৌথ সাংবাদিক বৈঠকও করলেন তিনি। আর সেখান থেকে কেসিআর ও কেজরিওয়াল যৌথভাবে বিরোধিতা করলেন দিল্লি সরকারের বিরুদ্ধে জারি করা কেন্দ্রের অর্ডিন্যান্সের। একসঙ্গে লোকসভা ও রাজ্যসভায় এই অর্ডিন্যান্সের বিরোধিতা করবেন বলেও দাবি করলেন তাঁরা।
এপ্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও (Telangana CM & BRS Chief KCR) বলেন, "আমরা দাবি করছি (demand) যে প্রধানমন্ত্রী মোদিকে এই অর্ডিন্যান্স (ordinance) বাতিল (withdraw) করতেই হবে। জরুরি অবস্থার (emergency) দিনগুলোর থেকেও এখনকার অবস্থা খারাপ। কেন্দ্র মানুষের দ্বারা নির্বাচিত একটা সরকারকে কাজ করতে দিচ্ছে না।"
#WATCH | Hyderabad: "PM Modi must withdraw the ordinance, we demand it...this time is worse than the days of emergency, you(Centre) are not allowing a govt elected by people, to function...": Telangana CM KCR in a joint press conference with Delhi CM Arvind Kejriwal, on Centre's… pic.twitter.com/7q6wzQH0TQ
— ANI (@ANI) May 27, 2023
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দিল্লির মানুষকে সুবিচার (justice) পাইয়ে দিতে কেসিআর, তাঁর দল ও সরকার আমাদের পাশে আছে। তবে শুধু দিল্লির জন্য নয়, দেশের গণতন্ত্রকে (democracy) রক্ষা করতেই এই কাজ করছেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের জারি করা অর্ডিন্যান্সের বিরুদ্ধে লড়াই করতে কেসিআরের সমর্থন প্রচুর শক্তি দেবে আমাদের।"
#WATCH | Hyderabad..." To deliver justice to the people of Delhi, he (KCR), his party and his govt are with us. This is not just about Delhi, but about saving the democracy of the nation...his(KCR) support has provided a lot of strength to us...": Delhi CM Arvind Kejriwal in a… pic.twitter.com/qr72ji33U0
— ANI (@ANI) May 27, 2023