আগরতলা: কিছুদিন আগে এপ্রিল মাসে অধিবেশন (Assembly session) চলাকালীন ত্রিপুরা বিধানসভার (Tripura Assembly) মধ্যে পর্ন সিনেমা (porn movie) দেখতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বিজেপি বিধায়ক যাদব লাল নাথ (BJP MLA Jadav Lal Nath)। যার ভিডিয়ো (Video) পরবর্তী সময়ে ভাইরাল (Viral) হয়েছিল সোশ্যাল মিডিয়াতে (Social Media)। আর তারপরই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক (Controversy) শুরু হয়ে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে।
ত্রিপুরার বাগবাসা কেন্দ্রে (Bagbassa Assembly) সিপিআইএম (CPIM) প্রার্থীকে পরাজিত করে এবারই প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন যাদব লাল নাথ। মুখে আদর্শের কথা বললেও কর্নাটকের মতো ত্রিপুরাতেও বিধানসভার মধ্যে বিজেপি বিধায়কের পর্ন দেখার ঘটনা গেরুয়া শিবিরের আসল রূপ বলে কটাক্ষ করেছিল বিরোধীরা। শুক্রবার ফের সেই বিষয়কে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল (ruckus) হতে দেখা গেল ত্রিপুরা বিধানসভায়।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Agartala | A ruckus broke out between the MLAs of BJP & Tipra MOTHA party during the Assembly session today.
Opposition party leader, Animesh Debbarma raised a question on the porn movie-watching issue by the BJP MLA, Jadav Lak Nath of Tripura Bagbassa Assembly. The… pic.twitter.com/RaXR61xkgr
— ANI (@ANI) July 7, 2023
সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পর তিপ্রামোথার বিধায়ক অনিমেষ দেববর্মা (Tipra MOTHA MLA Animesh Debbarma) বাগাবাসা কেন্দ্রের বিজেপি বিধায়ক যাদব লাল নাথের বিধানসভার মধ্যে পর্ন সিনেমা দেখা নিয়ে প্রশ্ন তোলেন (raised a question)। এর প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ (Speaker of the House) বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় (important issues) নিয়ে আলোচনা করার পর এই বিষয়ে প্রশ্ন করতে। কিন্তু, তা শুনতে চাননি তিপ্রামোথা-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির (opposition parties) বিধায়করা। উলটে বিধানসভার মধ্যে স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভ (agitating & shouting slogans) দেখাতে থাকেন। বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি বিধায়কদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়তে দেখা যায় কয়েকজনকে। যার ফলস্বরূপ পাঁচজন বিধায়ককে সাসপেন্ড (suspended) করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ। আরও পড়ুন: Video: দুর্ঘটনার মুখে পেট্রল ট্যাঙ্কার, দাউ দাউ করে জ্বলল, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Agartala | A ruckus broke out between the MLAs of BJP & Tipra MOTHA party during Tripura Assembly session today. pic.twitter.com/hdEBpOoEXD
— ANI (@ANI) July 7, 2023