নতুন দিল্লি, ৩১ অক্টোবর: পশ্চিমবঙ্গ সহ রাজ্যসভার ৩টি শূন্য আসনে উপনির্বাচনের (Rajya Sabha Bypolls) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (EC)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩টি আসনে উপনির্বাচন হবে ২৯ নভেম্বর। ফল ঘোষণা হবে ১ ডিসেম্বর। ১৫ সেপ্টেম্বর হঠাৎ করেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। রাজ্যে সেই আসনেই উপনির্বাচন হবে। এছাড়াও কেরল ও মহারাষ্ট্রে একটি করে আসনে ওইদিন উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ নভেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৬ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন খতিয়ে দেখার কাজ শেষ হবে ১৭ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২২ নভেম্বর।
Rajya Sabha bypolls | Polling for one seat each from Maharashtra, West Bengal and Kerala to be held on 29th November.
— ANI (@ANI) October 31, 2021
S. No |
Events |
Dates |
Issue of Notifications | 09th November, 2021 (Tuesday) | |
Last date of making nominations | 16th November, 2021 (Tuesday) | |
Scrutiny of nominations | 17th November, 2021 (Wednesday) | |
Last date for withdrawal of candidatures | 22nd November, 2021 (Monday) | |
Date of Poll | 29th November, 2021 (Monday) | |
Hours of Poll | 09:00 am to 04:00 pm | |
Counting of Votes | 29th November, 2021 (Monday) at 05:00 pm | |
Date before which election shall be completed | 01st December, 2021 (Wednesday) |
রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর দলের সাংগঠনির কাজে লাগানো হয়েছে অর্পিতা ঘোষকে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রাক্তন সাংসদকে।