রাজ্যসভার ফাইল ছবি (Photo credit: IANS)

নতুন দিল্লি, ৩১ অক্টোবর: পশ্চিমবঙ্গ সহ রাজ্যসভার ৩টি শূন্য আসনে উপনির্বাচনের (Rajya Sabha Bypolls) নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন (EC)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩টি আসনে উপনির্বাচন হবে ২৯ নভেম্বর। ফল ঘোষণা হবে ১ ডিসেম্বর। ১৫ সেপ্টেম্বর হঠাৎ করেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন অর্পিতা ঘোষ  (Arpita Ghosh)। রাজ্যে সেই আসনেই উপনির্বাচন হবে। এছাড়াও কেরল ও মহারাষ্ট্রে একটি করে আসনে ওইদিন উপনির্বাচন হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৯ নভেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ১৬ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন খতিয়ে দেখার কাজ শেষ হবে ১৭ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা ২২ নভেম্বর।

S. No

Events

Dates

Issue of Notifications 09th November, 2021 (Tuesday)
Last date of making nominations 16th November, 2021 (Tuesday)
Scrutiny of nominations 17th November, 2021 (Wednesday)
Last date for withdrawal of candidatures 22nd November, 2021 (Monday)
Date of Poll 29th November, 2021 (Monday)
Hours of Poll 09:00 am to 04:00 pm
Counting of Votes 29th November, 2021 (Monday) at 05:00 pm
Date before which election shall be completed 01st December, 2021 (Wednesday)

রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর দলের সাংগঠনির কাজে লাগানো হয়েছে অর্পিতা ঘোষকে। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রাক্তন সাংসদকে।