নতুন দিল্লি, ১৪ জুলাই: চলতি সপ্তাহেই ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যাবে। মঙ্গলবার এই বিবৃতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বিশ্বজুড়ে ভয়াবহ জায়গায় পৌঁছাচ্ছে মহামারী কোভিড। এনিয়ে সর্তকতা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস। এই সংক্রান্ত বিবিসি-র প্রতিবেদন শেয়ার করেছেন রাহুল গান্ধী। দেশে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। এরপরই হিন্দিতে টুইট বার্তায় লিখেছেন, “এই সপ্তাহে আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে।”
একদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন, করোনা মোকাবিলায় বারত ভাল অবস্থানে রয়েছে। শাহর এই বক্তব্যের বিরুদ্ধে আগেই তোপ দেগেছেন রাহুল গান্ধী। কোভিড-১৯ সংক্রান্ত যুদ্ধে ভারত ভাল অবস্থায় রয়েছে? কেন্দ্রের কাছে প্রশ্ন তোলেন তিনি। এর সঙ্গে করোনা সংক্রমণের একটি গ্রাফচিত্রও প্রকাশ করেন কংগ্রেস নেতা। যেখানে দেখা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের সাতদিনের করোনাভাইরাস সংক্রমণের গড় হিসেব। আরও পড়ুন-East-West Metro Work Stalled: কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে করোনার থাবা, সংক্রমণের দাপটে বন্ধ কাজ
इस हफ़्ते हमारे देश में आँकड़ा 10,00,000 पार कर जाएगा।https://t.co/SFeRhgwcFb
— Rahul Gandhi (@RahulGandhi) July 14, 2020
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬ হাজার ৭৫২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৪৬০ জন। এখনও সংক্রামিত ৩ লক্ষ ১১ হাজার ৫৬৫ জন। সবমিলিয়ে ভারতে করোনাভাইরাসের মৃত্যু মিছিলে শামিল ২৩ হাজার ৭২৭ জন।