ফাইল ফটো (Photo Credits: ANI)

নয়াদিল্লি: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিশাল ব্যবধানে ক্ষমতায় ফিরেছে বিজেপি (BJP)। ছত্তিশগড় (Chhattisgarh) ও রাজস্থানে (Rajasthan) কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে রাজপাট। তিন রাজ্যের জয়ের ছবি পরিষ্কার হতেই জনতা জর্নাদনকে টুইট করে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আরও পড়ুন: Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, তামিলনাড়ুতে আগামীকাল সরকারী ছুটি ঘোষণা (দেখুন ভিডিও)

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "আমরা জনতা জনার্দনকে (Janta Janardan) প্রণাম ( bow) করি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ফল ইঙ্গিত দেয় যে ভারতের জনগণ সুশাসন (good governance) ও উন্নয়নের রাজনীতির (development) সঙ্গে দৃঢ়ভাবে জড়িয়ে রয়েছে, যার জন্যই তাঁরা বিজেপির সঙ্গে দাঁড়ান। আমি এই সমস্ত রাজ্যের পরিবারের সদস্যদের, বিশেষ করে মা, বোন, কন্যা এবং আমাদের তরুণ ভোটারদের, বিজেপির প্রতি তাঁদের ভালোবাসা, বিশ্বাস এবং আশীর্বাদ বর্ষণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি এই রাজ্যগুলির জনগণকে তাঁদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানাই এবং তাঁদের আশ্বস্ত করি যে আমরা তাঁদের কল্যাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাব। কঠোর পরিশ্রমী পার্টি কর্মকর্তাদেরও বিশেষ ধন্যবাদ। তাঁদের প্রত্যেকেই অনুকরণীয়! তাঁরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের উন্নয়নের এজেন্ডাকে জনগণের সামনে তুলে ধরেছেন।" আরও পড়ুন: Madhya Pradesh Election 2023 Results: মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় পদ্ম, ফল স্পষ্ট হতেই বিজেপি ও কংগ্রেস কর্মীদের হাতাহাতি, লাঠিচার্জ পুলিশের