বেইলহঙ্গল: কর্নাটকের (Karnataka) বেইলহঙ্গলে (Bailhongal) আয়োজিত নির্বাচনী জনসভা থেকে বুধবার কংগ্রেস (Congress) ও জেডি (এস) (JDS) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কর্নাটকের সাধারণ মানুষকে এই দুটি রাজনৈতিক দলের শর্টকাট রাজনীতি (shortcut politics) থেকে নিজেদের রক্ষা করার পরামর্শ দিলেন।
এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কর্নাটকের মানুষদের কংগ্রেস ও জেডি (এস)-এর শর্টকাট রাজনীতি থেকে সতর্ক থাকতে হবে। এই শর্টকাট শাসনের ফলে ভোট ব্যাঙ্কের রাজনীতির (votebank politics) জন্ম হয়। যারা এই ধরনের শর্টকাট রাজনীতির সাহায্য নেয় তারা কোনওদিন আঞ্চলিক ভারসাম্যহীনতার (regional imbalance) বিষয়ে পরোয়া করে না। কিন্তু, বিজেপি সবসময় উন্নয়নের ভারসাম্য (balanced development) বজায় রাখার দিকে লক্ষ্য রাখে। অন্যদিকে কংগ্রেস তুষ্টিকরণের (appeasement) রাজনীতিকেই নিজেদের ভিত্তি বানিয়ে চলে।"
ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য:
#KarnatakaElections2023 | "People of Karnataka must be careful about 'shortcut politics' of the Congress and JDS. This 'shortcut governance' gave birth to votebank politics...": PM Modi in Belagavi pic.twitter.com/iu6glCvLV2
— ANI (@ANI) May 3, 2023
কংগ্রেসকে আরও কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস নিজেদের ভবিষ্যৎ (future) গড়তে পারেনি। তারা কীভাবে আপনাদের ভবিষ্যৎ তৈরি করবে? তারা শুধু তুষ্টিকরণের রাজনীতিই করে এসেছে। আগে সরকারি চাকরির পরীক্ষা (Govt services exams) বেশিরভাগই হিন্দি (Hindi) ও ইংরাজিতে (English) হত। কিন্তু, বিজেপি (BJP) কানাডার (Kannada) মতো আঞ্চলিক ভাষাতেও (regional languages) লেখার সুযোগ করে দিয়েছে। আর তাই কর্নাটকের বিধানসভা নির্বাচনের এক সপ্তাহ আগেই বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জেতানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানুষ।" আরও পড়ুন: Go First Crisis: যাত্রীরা ঠায় দাঁড়িয়ে দিল্লিতে, বিমান বাতিলের পরও জানাল না গো ফার্স্ট কর্তৃপক্ষ
#KarnatakaElections2023 | "Those who practised 'shortcut politics' never cared about regional imbalance. BJP focused on balanced development": PM Modi pic.twitter.com/M4kKbPlTrG
— ANI (@ANI) May 3, 2023