মাইসুরু: প্রচারের শেষবেলায় এসে কংগ্রেসের (Congress) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ (Allegations) করলেন বিজেপির প্রধান তারকা প্রচারক ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বললেন, "কংগ্রেস কর্নাটককে (Karnataka) ভারত (India) থেকে আলাদা (separate) করার কথা বলছে।"
কর্নাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) প্রচার উপলক্ষে মাইসুরুতে (Mysuru) আয়োজিত নিজের শেষ জনসভায় (Last election rally) বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "যখনই ভারতের স্বার্থের (Interests of India) বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আসে তখনই কংগ্রেস রাজ পরিবার (Royal Family of Congress) সবার সামনে থাকে। তারা প্রকাশ্যে বিদেশি শক্তিগুলোকে উৎসাহিত করে ভারতের রাজনীতিতে (Indian Politices) মাথা গলানোর বিষয়ে। এই নির্বাচনে কংগ্রেস বলছে ওরা কর্নাটকের সার্বভৌমত্ব (Sovereignty) রক্ষা করবে। এর মানে হল কংগ্রেস ভারত থেকে কর্নাটক ভাগ হয়ে যাওয়ার পক্ষে সওয়াল করছে। আমি চিন্তা করতে পারিনি যে টুকড়ে টুকড়ে গ্যাং (Tukde Tukde)-এর রোগ (disease) কংগ্রেসের এত উঁচুতে পৌঁছে গেছে।"
নির্বাচনী প্রচারের শেষ লগ্নে এসে কংগ্রেসে কর্নাটকের স্বাধীনতা সংগ্রামীদের (Kananada freedom fighters) অপমান (Insult) করছে বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদি। বলেন, "কংগ্রেস পার্টির ভাইদের আলাদা করার, রাজ্যগুলিকে নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত রাখার পাশাপাশি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে যে কোনও পথ ব্যবহারের ইতিহাস রয়েছে। যখনই কংগ্রেস ক্ষমতায় এসেছে তখনই সন্ত্রাসবাদী ও অপরাধীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা কংগ্রেসের কাছ থেকে সুরক্ষা পাওয়ার আশ্বস্ত থাকত। আমরা দেখেছি কংগ্রেস কীভাবে বারবার সন্ত্রাসবাদীদের সমর্থন করেছে।"
"Congress is talking of separating Karnataka from India": PM Modi
Read @ANI Story | https://t.co/PFeRxdqgwo#PMModi #BJP #Karnataka #Congress #KarnatakaAssemblyElection2023 #KarnatakaElections #KarnatakaAssemblyElection pic.twitter.com/yKerC4gIPs
— ANI Digital (@ani_digital) May 7, 2023