বিহার বিধানসভা নির্বাচনের ফল (Photo Credits: ANI)

পাটনা, ১১ নভেম্বর: বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election Results 2020) শুধু চালকের আসনই নয় একেবারে জয়ের মুকুটের একাই দাবিদার হয়ে উঠল বিজেপি। জোট শরিক তথা বিদায়ী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-ও বিজেপির প্রাপ্ত ভোট সংখ্যার ধারেকাছে পৌঁছাতে পারেনি। বুধবার সাতসকালেই বিহার ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাতে দেখা যায়, ১১০টি আসনের মধ্যে বিজেপি ৭৪টি কেন্দ্রে জিতেছে। জোট শরিক জনতাদল ইউনাইটেড ১১৫টি আসনের মধ্যে পেয়েছে ৪৩টি। এনডিএ-র আরও দুই জোট শরিকবিকাশশীল ইনসান পার্টি ৪টি আসনে ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঁঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা চারটি আসনে জয়লাভ করেছে। স্বাভাবিক ভাবেই ম্যাজিক ফিগার ১২২ টপকে ১২৫টি আসন। চূড়ান্ত সংখ্যা গরিষ্ঠতা পেয়ে জয়ী এনডিএ।

প্রথম চালকের আসনে থাকলেও দিনের শেষে ১১০টি আসনে জিতে বিরোধী সিটেই বসতে হচ্ছে মহাজোটকে। টানা ২০ ঘণ্টা ভোট গণনার পর বুধবার বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হল। বিজেপি একক ভাবে ৭৪টি আসনে জিতলেও তার থেকে এই বিষয়ে এগিয়ে তেজস্বী যাদবের দল আরজেডি। ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তাদের ঝুলিতে ৭৫টি আসন গিয়েছে। ২৩.৩ শতাংশ ভোট পেয়েছে আরজেডি। নির্বাচনে কোনও একটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের ক্ষেত্রে সর্বোচ্চ। সেখানে বিজেপি একক ভাবে পেয়েছে ১৯.৫ শতাংশ ভোট। জেডিইউ ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ১৫.৪ শতাংশ ও ৯.৫ শতাংশ ভোট। মহাজোটের শরিক কংগ্রেস ৭০টি আসনের মধ্যে মাত্র ১৯টিত জয়ী হয়েছে। মহাজোটের বাম শরিকদের মধ্যে সিপিআই ও সিপিআইআম পেয়েছে দুটি আসন। আবার সিপিআইএমএল ১৬টি কেন্দ্রে প্রার্থী দিয়ে ১২টি আসনে জয়ী হয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে বামেরা ২৯টি আসনে প্রার্থী দিয়েছিল। ১৪টির মধ্যে ৫টি আসনে জিতে লড়াইয়ে থাকল আসাদউদ্দিন ওয়েসির মিম। বিহার ভোটে বহুজন সমাজ পার্টির দখলে গেছে একটি আসন। আরও পড়ুন-Bihar Assembly Elections Results 2020 Live News Updates: বিহার বিধানসভা ভোটের লাইভ ফলাফল, ইমামগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হিন্দুস্তানি আওম মোর্চা নেতা জিতন রাম মাঞ্জি

এনডিএ থেকে বেরিয়ে লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান একাই ১৫০টি আসনে লড়ে পেলেন একটিতে জয়। করোনা আবহে এই প্রথম দেশে কোনও রাজ্যে বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হল। এবং সেই নির্বাচনে পুনরায় জোট শরিকে থেকে জয়ী হয়ে চারবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন নীতীশ কুমার। বিহারের ৩৮টি জেলার ৫৫টি গণনাকেন্দ্রের মঙ্গলবার সকালে আটটায় শুরু হয় ভোট গণনা। এরপর বুধবার ভোর চারটেত বেজে পাঁচ মিনিটে গণনা সম্পন্ন হয়। কোভিড-১৯ প্রোটোকল মেনে গণনাকেন্দ্রের সংখ্যা কমিয়ে দেওয়ায় গোটা প্রক্রিয়াটাই ছিল ধীর গতিতে। জয়ের খবরেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, বিহারবাসী যে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে তা গত ১৫ বছরের এনডিএ সরকারের সুফল। নির্বাচনে জয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ প্রমুখ।