মুম্বই: 'আমরা ক্ষমতার জন্য ক্ষুধার্ত নই। আমরা অতীতের মতো ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যাব।' বুধবার নিজের দলের কর্মী-সমর্থকদের সামনে বক্তব্য রাখত গিয়ে সদ্য একনাথ শিন্ডের মন্ত্রিসভায় যোগ দেওয়া ভাইপো অজিত পাওয়ারকে (Ajit Pawar) কটাক্ষ করে এই মন্তব্যই করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (NCP chief Sharad Pawar)।
"Ajit Pawar should have spoken to me if he had any problems. If he had something on his mind he could have approached me," says NCP chief Sharad Pawar at the meeting of his faction's leaders in Mumbai pic.twitter.com/76LgN3pNoJ
— ANI (@ANI) July 5, 2023
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমরা ক্ষমতার জন্য ক্ষুধার্ত (hunger for power) নই। আগামীদিনেও আমরা মানুষের জন্য কাজ করে যাব। যদি কোনও সমস্যা (problems) হয়ে থাকে তাহলে অজিত পাওয়ার আমার সঙ্গে কথা বলতে পারতেন। যদি তাঁর মাথা. কোনও পরিকল্পনা ছিল তাহলে সেই কথা তিনি আমাকে জানাতে পারতেন। তা না করে বিশ্বাসঘাতকের মতো কাজ করেছেন তিনি। দলের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের বিশ্বাস নিয়ে ছেলেখেলা করেছেন। আগামীদিন মহারাষ্ট্রের মানুষ তার যোগ্য জবাব দেব।"
We don't have hunger for power; we will keep working for the people: NCP President Sharad Pawar, in Mumbai https://t.co/fRo7a5MPBU pic.twitter.com/6Erz7NIQkj
— ANI (@ANI) July 5, 2023
গোটা দেশের মানুষ মহারাষ্ট্রের এই ডামাডোল দেখছে বলে মন্তব্য করে শরদ পাওয়ার আরও বলেন, "আজকে গোটা দেশ আমাদের দেখছে। এই মিটিং এনসিপির জন্য ঐতিহাসিক (historic) একটা ঘটনা ছিল। আমরা আমাদের রাস্তায় আসা সমস্ত বাধাকে (hurdles) টপকে যাব।" আরও পড়ুন: Bihar: অতিরিক্ত বৃষ্টির জেরে জলমগ্ন দ্বারভাঙ্গা মেডিকেল কলেজ, সমস্যায় রোগীরা
Today, the entire country is watching us...This meeting is historic for NCP. We have to keep marching ahead despite the hurdles in our way: NCP President Sharad Pawar, in Mumbai pic.twitter.com/2oZwT0WYWO
— ANI (@ANI) July 5, 2023